Astro Prediction

সঙ্গীর মনের কথা জানতে চান? রাশি মিলিয়ে বুঝে নিন গোপন কথাটি

কিছু রাশির মানুষ রয়েছেন, যাঁদের মনের কথা তাঁরা কোনও ভাবেই প্রকাশ করে না অন্যের কাছে। তাঁরা সব কথাই নিজের মধ্যে খুব ভাল ভাবে গোপন করতে পারেন। তাঁরা কারা?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২৩:৩৯
Share:

মানুষের মন বোঝা বড়ই কঠিন ব্যাপার। প্রতীকী ছবি।

মানুষের মন বোঝা বড়ই কঠিন ব্যাপার। প্রত্যেকটা মানুষের ভিন্ন স্বভাব নিয়েই গঠিত হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। কিছু রাশির মানুষ রয়েছে যাঁদের মনের কথা খুব সহজেই বোঝা যায়, তাঁরা কোনও কথাই নিজের মধ্যে চেপে রাখতে পারে না। আবার কিছু রাশির মানুষ রয়েছেন, যাঁদের মনের কথা তাঁরা কোনও ভাবেই প্রকাশ করে না অন্যের কাছে। তাঁরা সব কথাই নিজের মধ্যে খুব ভাল ভাবে গোপন করতে পারেন। তাঁরা হন অত্যন্ত রহস্যময়। তাঁদের জীবনের প্রতিটা মুহূর্ত হয় খুবই রহস্যময়।

Advertisement

দেখে নেব কোন কোন রাশির মধ্যে এই বৈশিষ্ট্য প্রকাশ পায়

মেষ

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে, মেষ রাশির মানুষরা অত্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন। অর্থাৎ, এঁদের জীবন হয় খুবই রহস্যময়। খুব সহজে কখনওই এঁরা নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে চান না। এ ছাড়া, মেষ রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হন। তাই সহজে এঁদের কোনও বিষয় অন্যেরা বুঝতে পারেন না। এঁরা স্বভাবে খুব সহজ সরল হলেও, এঁদের মনের ভিতর কি চলছে, তা কোনও ভাবেই জানা যায় না।

সিংহ

সিংহ রাশির মানুষরা খুবই উদ্যমী হন। এঁরা সব কাজে পারদর্শী হন। তবে সব জায়গায় নিজেকে কোনও ভাবেই প্রকাশ করতে চান না। এঁদের অনেক বিষয়ে জ্ঞান থাকে, তবে কোন কাজ জানে বা কোনটা জানেন না, তা কিছুতেই বোঝা যায় না। এঁরা রহস্যের মধ্যে জীবন কাটাতে খুব বেশি পছন্দ করেন।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির মানুষরা খুব ভাগ্যবান এবং পরিশ্রমী প্রকৃতির হন। এঁরা সব কাজ খুব নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। এঁরা খুব সাহসী হন। এই রাশির মানুষরা অন্যকে সাহায্য করতে পছন্দ ভালবাসেন। তবে সব কাজতাই করে খুব রহস্যময় ভাবে। অন্যদের কিছু বোঝাতে একেবারেই পছন্দ করেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement