Financial Horoscope

উৎসবের আমেজে কি পকেট ফাঁকা হয়ে যাবে? নাকি কিছু টাকা হাতে থাকবে?

অক্টোবর মাসে আপনার আয়ক্ষেত্র কেমন থাকবে? জ্যোতিষীর থেকে জেনে নিন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ০৬:৪৫
Share:
Astrological prediction of financial situation in October

—প্রতীকী ছবি।

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী, মাসের অধিকাংশ সময় শুভ ফল প্রাপ্ত হবে। তবে মাসের শেষ ভাগে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement

বৃষ রাশির আয়ক্ষেত্রে রাহুর অবস্থান হওয়ায় কখনও ভাল, কখনও খারাপ, অর্থাৎ মিশ্র ফল পাবেন। মাসের যে কোনও সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে।

মিথুন রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও পরবর্তী ভাগে শুক্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফলেরও পরিবর্তন ঘটবে।

Advertisement

কর্কট রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান হওয়ার ফলে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।

সিংহ রাশির আয়ক্ষেত্রপতির অবস্থান শুভ হলেও, আয়ক্ষেত্রের অবস্থান অনুযায়ী মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও, পরবর্তী সময় ফলের পরিবর্তন ঘটবে।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে। ফলে আয়ের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগ মিশ্র হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ ফল পাবেন।

ধনু রাশির আয়ক্ষেত্রে অবস্থান আয়ক্ষেত্র অধিপতির। মাসের প্রথম ভাগে আয়ের ক্ষেত্র শুভ। পরবর্তী ভাগে শুক্র এবং মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে ফলের পরিবর্তন ঘটবে।

মকর রাশির আয়ক্ষেত্রের সঙ্গে শনি, রাহু এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকলেও অবশেষে সফলতা পাবেন।

কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে মাসের অধিকাংশ সময়ই মিশ্র ফল প্রাপ্ত হলেও সপ্তাহের শেষে শুভ ফল পাবেন।

মীন রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় ভাল ফল পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement