অতি দারিদ্রযোগ কখন হয়

বৃহস্পতি লগ্নপতি বা অষ্টমপতি হয়ে ভাগ্যপতি অপেক্ষা, বেশি বলবান হলে এবং শুক্র ও রাহু, শুক্র ও রবি নীচস্থ হয়ে বা একসঙ্গে অবস্থান করলে অভাবে স্বভাব নষ্ট হয় যার কারণে দারিদ্র নেমে আসে।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ০২:১৭
Share:

১। বৃহস্পতি, মঙ্গল, শনি বা বুধ নীচস্থ এবং অস্তমিত হয়ে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, একাদশ বা দ্বাদশ ভাবে থাকলে অতি দারিদ্রের মধ্যে থাকতে হবে।
২। বৃহস্পতি লগ্নপতি বা অষ্টমপতি হয়ে ভাগ্যপতি অপেক্ষা, বেশি বলবান হলে এবং শুক্র ও রাহু, শুক্র ও রবি নীচস্থ হয়ে বা একসঙ্গে অবস্থান করলে অভাবে স্বভাব নষ্ট হয় যার কারণে দারিদ্র নেমে আসে।
৩। যদি শনির অবস্থান পাপদৃষ্ট হয় এবং রবি বুধ লগ্নে থাকে তাহলে জাতক সারাজীবন দরিদ্র থাকবে।
৪। অষ্টমপতি, ভাগ্যপতি অপেক্ষা বেশি বলবান এবং আয়পতি কেন্দ্রগত হয়ে রবি দগ্ধ ,হলে জাতক বা জাতিকার দারিদ্রতার সীমা থাকবে না।
৫। যদি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ও দশমস্থানে অবস্থান করে, দ্বাদশপতি নীচস্থ ও রবি দগ্ধ অস্তমিত হলে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে দিনাতিপাত করবে।
৬। স্থির রাশিতে লগ্ন হলে শুভগ্রহ কেন্দ্রগত না হয়ে সকল পাপগ্রহগণ কেন্দ্রে থাকলে জাতক ভিক্ষাবৃত্তি করবে।
৭। রাত্রিতে জন্ম হলে লগ্ন যদি চর রাশিতে থাকে শুভ গ্রহগণ দুর্বল হয়ে কেন্দ্র ও ত্রিকোণগত হয়, পাপ গ্রহগণ কেন্দ্র ভিন্ন অন্যস্থানে থাকে,তাহলে ভিক্ষুক যোগ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement