আমরা সকলেই চাই যে আমাদের বিবাহিত জীবন যেন সুখময় হয়। কিন্তু শত চেষ্টার পরেও নানা সমস্যা এসেই যায়। আর এসব সমস্যার আমরা নানা ভাবে সমাধান করতে চাই। তাই দেখে নেওয়া যাক কিছু সহজ প্রতিকারের মাধ্যমে জীবন কতটা মসৃণ হয়।
১) যে সমস্ত মহিলার স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল নেই তারা যদি বেল ফুল দিয়ে প্রতিদিন শিবের পূজা করেন তাহলে ভাল ফল পাওয়া যাবে।
২) স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্যবহার করা তেল, সাবান বা পাউডারের মধ্যে মালতি ফুলের রস মিশিয়ে দিয়ে ব্যবহার করলে স্বামী-স্ত্রীর কোনও দিন ছাড়াছাড়ি হয় না।
৩) হলুদ গাঁদা ফুল রোদে ভাল করে শুকিয়ে নিয়ে বুধবার খোলা জায়গায় অর্থাৎ ছাদে এক বালতি জলের মধ্যে ফুলগুলো রেখে দিতে হবে আর বৃহস্পতিবার শুধু সেই জলটায় স্নান করতে হবে, তেল, সাবান না ব্যবহার করে। এতে দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিয়েতে বাধা আছে যাদের সেটা কেটে যাবে।
৪) যেসব জাতক-জাতিকার সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও ভাল করে স্বামীর সঙ্গে বা স্বামী স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, তারা যখন দেখবেন মাঝে মধ্যে প্রচণ্ড রোদ উঠেছে অথচ বৃষ্টি হচ্ছে সেই রকম যখন ঘটবে তখন অবশ্যই নতুন কাঁসার থালায় রোদ যুক্ত বৃষ্টি ধরে নিয়ে পান করলে সমস্যা কিছুটা হলেও কমবে।
৫) বিবাহকালে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, যে পাত্রীকে দান করবেন তার মুখ যেন উত্তরদিকে থাকে। এতে দাম্পত্য জীবন সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে।
৬) পরিচিত কোনও বাচ্চার দুধের দাঁত যখন পতিত হবে এবং মাটিতে পড়ার আগে, সংগ্রহ করে যদি কোনও মহিলা নিজের সিঁদুরের কৌটোয় রেখে, সেই সিঁদুর ব্যবহার করলে দাম্পত্য জীবনে চরম সুখ আসবেই।