আপনি উদারচেতা? বলে দেবে হাতের রেখা

যাদের মন উদার হয় এবং অন্যের ছোটখাট দোষত্রুটি নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তা তাদের হাতের কতকগুলি চিহ্নের মাঝ দিয়ে প্রকাশিত হয়। তা থেকে স্পষ্ট বোঝা যায় তাদের চরিত্র।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

যাদের মন উদার হয় এবং অন্যের ছোটখাট দোষত্রুটি নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তা তাদের হাতের কতকগুলি চিহ্নের মাঝ দিয়ে প্রকাশিত হয়। তা থেকে স্পষ্ট বোঝা যায় তাদের চরিত্র।

Advertisement

এখন দেখে নেওয়া যাক হস্তরেখার মাধ্যমে কিভাবে বুঝবেন উদারচেতার লক্ষণ-

১। যদি ভাগ্যরেখা শুক্রের স্থান থেকে শুরু হয়।

Advertisement

২। হস্ত চতুষ্কোণ বেশ চওড়া হয় অথবা বেশি লম্বাটে হয়।

৩। হৃদয়রেখা সুন্দর হয়।

৪। বৃহস্পতি ক্ষেত্র সুন্দর হয়।

৫। শুক্রের ক্ষেত্র সুন্দর ও বেশ সুগঠিত হয়।

৬। হস্ত করতল অনেকটা নরম ধরনের হয়ে থাকে এদের।

আরও পড়ুন: শুধুমাত্র কপাল দেখে কোনও মহিলা সম্বন্ধে কী জানা যায়

৭। হাতের আঙ্গুলের নখ লম্বা হয়।

৮। যদি হাতে বৃহৎ চতুর্ভূজ বা ত্রিভূজ থাকে, তা হলে বেশ চওড়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement