Akshaya Tritiya

Akshaya Tritiya 2022: আসছে অক্ষয় তৃতীয়া, জেনে নিন নির্ঘণ্ট

অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, চিরস্থায়ী। হিন্দু বিশ্বাস অক্ষয় তৃতীয়া তিথিতে কোন শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ মে ২০২২ ০৮:৩০
Share:

প্রতীকী চিত্র।

অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, চিরস্থায়ী। হিন্দু বিশ্বাস অক্ষয় তৃতীয়া তিথিতে কোন শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথিতে ধন দেবতা কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন। হিন্দু বিশ্বাস শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে গণেশ মহাভারত রচনা আরম্ভ করেন। অক্ষয় তৃতীয়া বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম তিথি। শুভ অক্ষয় তৃতীয়া তিথি পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার রথ নির্মাণ শুরুর তিথি। অক্ষয় তৃতীয়া তিথি গণেশের জন্মতিথি হিসাবে মানা হয়। এই দিনে গণপতির পূজা বিশেষ শুভ ফল দান করে। এই তিথিতে গণপতির পূজা করে যে কোন শুভ কাজ শুরু করলে শুভ ফল প্রাপ্ত হয়।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

তৃতীয়া তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ১৯ বৈশাখ, মঙ্গলবার।

ইংরেজি– ৩ মে, মঙ্গলবার।

সময়– ভোর ৫টা ২০ মিনিট।

তৃতীয়া তিথি শেষ–

বাংলা– ২০ বৈশাখ, বুধবার।

ইংরেজি– ৪ মে, বুধবার।

সময়– সকাল ৭টা ৩৩ মিনিট।

অক্ষয় তৃতীয়া ব্রত। অক্ষয় তৃতীয়ার স্নান দানাদিতে অক্ষয় পূণ্য লাভ। ভগবান শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব।

অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, চিরস্থায়ী। হিন্দু বিশ্বাস অক্ষয় তৃতীয়া তিথিতে কোন শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথিতে ধন দেবতা কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন। হিন্দু বিশ্বাস শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে গণেশ মহাভারত রচনা আরম্ভ করেন। অক্ষয় তৃতীয়া বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম তিথি। শুভ অক্ষয় তৃতীয়া তিথি পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার রথ নির্মাণ শুরুর তিথি। অক্ষয় তৃতীয়া তিথি গণেশের জন্মতিথি হিসাবে মানা হয়। এই দিনে গণপতির পূজা বিশেষ শুভ ফল দান করে। এই তিথিতে গণপতির পূজা করে যে কোন শুভ কাজ শুরু করলে শুভ ফল প্রাপ্ত হয়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

তৃতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ১৯ বৈশাখ, মঙ্গলবার।

ইংরেজি– ৩ মে, মঙ্গলবার।

সময়– ভোর ৫টা ২০ মিনিট।

তৃতীয়া তিথি শেষ–

বাংলা– ২০ বৈশাখ, বুধবার।

ইংরেজি– ৪ মে, বুধবার।

সময়– সকাল ৭টা ৩৩ মিনিট।

অক্ষয় তৃতীয়া ব্রত। অক্ষয় তৃতীয়ার স্নান দানাদিতে অক্ষয় পূণ্য লাভ। ভগবান শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে তৃতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ১৮ বৈশাখ, সোমবার।

ইংরেজি– ২ মে , সোমবার।

সময়– রাত ৩টে ১৬ মিনিট ৭ সেকেন্ড।

১৯ বৈশাখ, ৩ মে, মঙ্গলবার তৃতীয়া অহোরাত্র, অক্ষয় তৃতীয়া ব্রত। ভগবান শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব।

তৃতীয়া তিথি শেষ–

বাংলা– ২০ বৈশাখ, বুধবার।

ইংরেজি– ৪ মে বুধবার।

সময়– ভোর ৫টা ২৫ মিনিট ৮ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement