সঙ্গীকে মনের কথা বলে উঠতে পারেন না? প্রতীকী ছবি।
পৃথিবীতে সব মানুষ এক রকম হন না। এক এক জন মানুষ এক এক ধরনের হন। প্রতিটি মানুষের স্বভাবেও ভিন্নতা রয়েছে। কেউ বেশি কথা বলতে ভালবাসেন আবার কেউ কম, কেউ ঘুরতে পছন্দ করেন কেউ বাড়িতে সময় কাটাতে ভালবাসেন। কারও গান পছন্দ তো কেউ বই পড়তে পছন্দ করেন। কিছু মানুষ খুবই সাহসী হন। অর্থাৎ, তাঁর মধ্যে সর্বদা একটা পরাক্রমী ভাব লক্ষ্য করা যায় আবার কেউ হন অত্যন্ত ভীতু প্রকৃতির।
মানুষের স্বভাবের এই বিভিন্নতাগুলি সবই মানুষের জন্মছকের গ্রহগত স্থান থেকে বিচার করা হয়।
জন্মছকে গ্রহের কোন অবস্থানে এই পরাক্রমী যোগ সৃষ্টি হয়?
তৃতীয় পতি যদি শুভ নবাংশে অবস্থিত হয়ে শুভ গ্রহের সঙ্গে বা শুভ গ্রহ দ্বারা পূর্ণ দৃষ্ট হয় এবং জন্ম কুণ্ডলীতে মঙ্গল যদি শুভ গ্রহের ক্ষেত্রে অবস্থিত হয় তখন এই পরাক্রম যোগ সৃষ্টি হয়।
জন্মছকে পরাক্রমী যোগ থাকার ফলাফল কী হয়?
পরাক্রমী যোগ জন্মছকে থাকলে জাতক-জাতিকা অত্যন্ত সাহসী প্রকৃতির হন এবং সাহসের সঙ্গে যে কোনও কাজ করতে কখনও পিছু পা হন না।
এঁরা সর্বদা সত্যের পথে চলেন এবং সত্যের জন্য জীবনে যে কোনও কিছু করতে রাজি থাকেন।
জীবনে যতই সঙ্কট আসুক না কেন, এই যোগ থাকলে জাতক-জাতিকা কখনও খুব বেশি বিচলিত হবেন না। সঙ্কট থেকে কী ভাবে বেরিয়ে আসতে হয়, তা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।