ধনদৌলত বৃদ্ধি বা ধনসম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে লাফিং বুদ্ধের কথা মনে আসে অনেকেরই। বাড়িতে বা কর্মস্থলে যদি ধনসম্পত্তি বৃদ্ধি করতে হয় তা হলে একটি লাফিং বুদ্ধের মূর্তি রাখতেই হবে। লাফিং বুদ্ধের সহাস্য মূর্তিটি ঘরে বা কর্মস্থলে রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। সঠিক নিয়ম অনুসারে ঘরে এই মূর্তি রাখলে সমৃদ্ধি আসবেই।
তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, এই মূর্তি যদি সঠিক নিয়মে না রাখা হয় অর্থাৎ নিয়মে যদি কোনও ভুল-ভ্রান্তি হয় তখন শুভ ফলের বদলে অশুভ ফল পাওয়ার বেশি সম্ভাবনা থাকে।
কোন কোন নিয়মে লাফিং বুদ্ধ মূর্তি রাখতে হয়-
০ এই মূর্তি মাটি বা পিতলের হতে হবে। কেবল মাটির মূর্তিতেই শুভ ফল পাওয়া যায়, এই ধারণা ভুল। পিতলের মূর্তিতেও কাজ সমান।
০ এই মূর্তি সব সময় ঘরের উত্তর দিকে মুখ করে রাখতে হবে। এর ফলে পরিবারের সকলের মধ্যে সম্পর্ক মধুর থাকবে।
০ লাফিং বুদ্ধ তার বাচ্চাদের সঙ্গে বসে আছেন, এই মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ।
০ নিজে বাজার থেকে এই মূর্তি কিনে নিয়ে আসার থেকে যদি কোনও ভাবে এই মূর্তি উপহার পাওয়া যায়, তবে বেশি শুভ ফল পাওয়া যায়।
০ যদি অফিসে এই মূর্তি রাখা হয় তাহলে লক্ষ্য রাখতে হবে যে, তা যেন সব সময় নিজের নজরের সোজাসুজি থাকে। অতিরিক্ত উঁচু জায়গায় মূর্তি রাখতে নেই।
০ এই মূর্তি সব সময় শুদ্ধ বস্ত্র পরে তবেই স্পর্শ করতে হয়।
০ বাড়িতে এই মুর্তি সদর দরজার দিকে মুখ করে রাখতে হয়।