—প্রতীকী ছবি।
বর্তমান কালে যত টাকাই রোজগার করা হোক না কেন, মাসের শেষে যেন কম পড়ে যায়। প্রয়োজনীয় চাহিদা মেটাতে গিয়ে শখের জিনিসগুলোর কথা ভুলে যেতে হয়। সেই সময় মনে হয়, যদি আরও বেশি কিছু টাকা পাওয়া যেত তা হলে ভাল হত। আপনার মনের সেই সুপ্ত আশা মেটাতে পারবে লটারি। বাংলা নতুন বছর শুরু করতে পারেন লাভের মুখ দেখে। কিন্তু লটারি কাটলেই যে পুরস্কারপ্রাপ্তি ঘটবে তা নয়। সেই কারণেই লটারির টিকিট কাটার আগে জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন। কোন সময় কোন রাশির লটারিপ্রাপ্তি যোগ রয়েছে আর কোন রাশির নেই, সেটা জেনে নিলেই আর লোকসানের আশঙ্কা থাকে না।
পয়লা বৈশাখে লটারি কেটে কোন কোন রাশি লাভ করবেন?
মিথুন– পয়লা বৈশাখের দিন মিথুন রাশির জাতক-জাতিকারা লটারি কেটে দেখতে পারেন।
কর্কট– কর্কট রাশির জন্য ১৪৩২-এর প্রথম দিনটা লটারির দিক দিয়ে শুভ দেখা যাচ্ছে।
সিংহ– সিংহ রাশির পয়লা বৈশাখের দিনটি শুভ না হলেও, সপ্তাহের শেষের দিকে লটারি কেটে দেখতে পারেন।
বৃশ্চিক– পয়লা বৈশাখের দিন প্রাপ্তিযোগ না থাকলেও বৃশ্চিক রাশির ব্যক্তিরা সপ্তাহের মাঝের দিকে লটারি কেটে দেখতে পারেন।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা পয়লা বৈশাখের দিন লটারি কেটে লাভের মুখ দেখতে পেলেও পেতে পারেন। বাকি সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে পারেন।
মকর– পয়লা বৈশাখের দিন মকর রাশির ব্যক্তিরা খুব মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির ব্যক্তিরা পয়লা বৈশাখের দিন লটারি কাটতে পারেন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
মীন– পয়লা বৈশাখের দিন মীন রাশির জাতক-জাতিকারা লটারি কেটে দেখতে পারেন।
কোন রাশির লটারি প্রাপ্তি যোগ নেই?
মেষ– মেষ রাশির জাতকরা একেবারেই লটারির দিকে এগোবেন না।
বৃষ– লটারি ক্ষেত্রে পয়লা বৈশাখের দিন বৃষ রাশির ব্যক্তিদের খুব একটা ভাল যোগ দেখা যাচ্ছে না।
কন্যা– কন্যা রাশির জাতকদের লটারির যোগ নেই।
তুলা– তুলা রাশির জন্য পয়লা বৈশাখের গোটা সপ্তাহটাই লটারির জন্য শুভ নয়।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)