Auspicious Wedding Days in 1432

নতুন বাংলা বছরে বিয়ের শুভ দিন কবে? কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত? শুভ দিনের হদিস দিলেন জ্যোতিষী

সাধারণত বিয়ের দিন নির্ণয় করা হয় পঞ্চাঙ্গের উপর ভিত্তি করে, অথবা সুতহিবুক যোগের হিসাবে। লগ্নে বা লগ্ন থেকে চতুর্থ, পঞ্চম এবং দশমে যদি বৃহস্পতি অথবা শুক্র থাকে, তা-হলে লগ্নের সমস্ত দোষ নাশ হয় এবং বিবাহিত জীবন সুখের হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৭:৩০
Share:
wedding

—প্রতীকী ছবি।

যে কোনও শুভ কাজ করতে গেলে শুভ সময় নির্বাচন জরুরি। জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল বিয়ে। প্রত্যেক মা-বাবা এবং অভিভাবকেরা চান তাঁদের ছেলেমেয়ে বা প্রিয় জনদের বিবাহিত জীবন সুখের হোক। সেই কারণে তাঁরা আগে থেকে পুরোহিতের সঙ্গে কথা বলে এবং পঞ্জিকা দেখে বিয়ের জন্য শুভ দিন নির্বাচন করেন। সাধারণত বিয়ের দিন নির্ণয় করা হয় পঞ্চাঙ্গের উপর ভিত্তি করে, অথবা সুতহিবুক যোগের হিসাবে। লগ্নে বা লগ্ন থেকে চতুর্থ, পঞ্চম এবং দশমে যদি বৃহস্পতি অথবা শুক্র থাকে, তা-হলে লগ্নের সমস্ত দোষ নাশ হয় এবং বিবাহিত জীবন সুখের হয়। আসন্ন নতুন বছর ১৪৩২-এ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কোন মাসের কোন দিন বিয়ে করার জন্য শুভ জেনে নিন।

Advertisement

বৈশাখ মাসে বিয়ের শুভ দিন:

৪ বৈশাখ, ১৮ এপ্রিল, শুক্রবার।

Advertisement

৮ বৈশাখ, ২২ এপ্রিল, মঙ্গলবার।

১৫ বৈশাখ, ২৯ এপ্রিল, মঙ্গলবার।

জ্যৈষ্ঠ মাসে বিয়ের বিয়ের দিন:

৩ জ্যৈষ্ঠ, ১৮ মে, রবিবার।

৪ জ্যৈষ্ঠ, ১৯ মে, সোমবার।

৯ জ্যৈষ্ঠ, ২৪ মে, শনিবার।

১৮ জ্যৈষ্ঠ, ২ জুন, সোমবার।

২৮ জ্যৈষ্ঠ, ১২ জুন, বৃহস্পতিবার।

আষাঢ় মাসে বিয়ের শুভ দিন:

১ আষাঢ়, ১৬ জুন, সোমবার।

১৯ আষাঢ়, ৪ জুলাই, শুক্রবার।

২১ আষাঢ়, ৬ জুলাই, রবিবার।

২৭ আষাঢ়, ১২ জুলাই, শনিবার।

শ্রাবন মাসে বিয়ের শুভ দিন:

৪ শ্রাবন, ২০ জুলাই, রবিবার।

৫ শ্রাবন, ২১ জুলাই, সোমবার।

১৫ শ্রাবন, ৩১ জুলাই, বৃহস্পতিবার।

১৬ শ্রাবন, ১ অগস্ট, শুক্রবার।

২৪ শ্রাবন, ৯ অগস্ট, শনিবার।

ভাদ্র মাস (অতিরিক্ত বিয়ের) শুভ দিন:

১ ভাদ্র, ১৮ অগস্ট, সোমবার।

৭ ভাদ্র, ২৪ অগস্ট, রবিবার।

৮ ভাদ্র, ২৫ অগস্ট, সোমবার।

১১ ভাদ্র, ২৮ অগস্ট, বৃহস্পতিবার।

১৮ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

১৯ ভাদ্র, ৫ সেপ্টেম্বর, শুক্রবার।

২৩ ভাদ্র, ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার।

২৮ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর, রবিবার।

আশ্বিন মাস (অতিরিক্ত বিয়ের) শুভ দিন:

৯ আশ্বিন, ২৬ সেপ্টেম্বর, শুক্রবার।

১০ আশ্বিন, ২৭ সেপ্টেম্বর, শনিবার।

১৫ আশ্বিন, ২ অক্টোবর, বৃহস্পতিবার।

১৬ আশ্বিন, ৩ অক্টোবর, শুক্রবার।

২৪ আশ্বিন, ১১ অক্টোবর, শনিবার।

২৯ আশ্বিন, ১৬ অক্টোবর, বৃহস্পতিবার।

কার্তিক মাসে (অতিরিক্ত বিয়ের) শুভ দিন:

১ কার্তিক, ১৮ অক্টোবর, শনিবার।

৪ কার্তিক, ২১ অক্টোবর, মঙ্গলবার।

৫ কার্তিক, ২২ অক্টোবর, বুধবার।

৭ কার্তিক, ২৪ অচ্যবের, শুক্রবার।

১১ কার্তিক, ২৮ অক্টোবর, মঙ্গলবার।

১২ কার্তিক, ২৯ অক্টোবর, বুধবার।

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, শনিবার।

অগ্রহায়ণ মাসে বিয়ের শুভ দিন:

৮ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর, সোমবার।

৯ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, মঙ্গলবার।

১০ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর, বুধবার।

১৩ অগ্রহায়ণ, ২৯ নভেম্বর, শনিবার।

১৪ অগ্রহায়ণ, ৩০ নভেম্বর, রবিবার।

১৯ অগ্রহায়ণ, ৫ ডিসেম্বর, শুক্রবার।

২৪ অগ্রহায়ণ , ১০ ডিসেম্বর, বুধবার।

২৫ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার।

পৌষ মাসে অতিরিক্ত বিয়ের শুভ দিন নেই।

মাঘ মাসে বিয়ের শুভ দিন:

৫ মাঘ, ১৯ জানুয়ারি, সোমবার।

১০ মাঘ, ২৪ জানুয়ারি, শনিবার।

১৯ মাঘ, ২ ফেব্রুয়ারি, সোমবার।

২০ মাঘ, ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

ফাল্গুন মাসে বিয়ের শুভ দিন:

১ ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি, শনিবার।

১৯ ফাল্গুন, ৪ মার্চ, বুধবার।।

২৪ ফাল্গুন, ৯ মার্চ, সোমবার।

২৫ ফাল্গুন, ১০ মার্চ, মঙ্গলবার।

চৈত্র মাসে অতিরিক্ত বিয়ের শুভ দিন নেই।

পঞ্জিকা প্রভেদে তারিখ এবং বারের প্রভেদ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement