Pineapple

আনারস খেলেই গলা খুসখুস করে? খাওয়ার আগে কোন টোটকা মেনে চললে আর এমন হবে না?

আনারসের রয়েছে প্রচুর গুণ। স্বাস্থ্যগুণ থাকা সত্ত্বেও এই ফলটি খেলে এই মুখের মধ্যে একটি অদ্ভুত অস্বস্তি হয় বলে অনেকেই এই ফলটি খেতে চান না। তবে কয়েকটি ফিকির মেনে চললেই এই সমস্যা আর হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৯
Share:

শরীরের অনেক সমস্যা দূর করতে আনারস সিদ্ধহস্ত। ছবি- সংগৃহীত

সুস্থ থাকতে নিয়মিত ফল খাওয়া প্রয়োজন। এ নিয়ে কোনও নিঃসন্দেহ নেই। তবে কোন ফলটি শরীরের জন্য বেশি উপকারী তা জানা প্রয়োজন। শরীরের অনেক সমস্যা দূর করতে আনারস সিদ্ধহস্ত। আনারসে রয়েছে রোগ-প্রতিরোধী অ্যান্টি-অক্সিড্যান্ট। যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আনারসের জুড়ি মেলা ভার। আনারসে ক্যালোরির পরিমাণও নেই বললেই চলে। যাঁরা ওজন কমাতে চাইছেন, রোজের পাতে রাখতে পারেন আনারস। ওজন থাকবে নিয়ন্ত্রণে।

Advertisement

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবারও। তাই পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আনারস বেশ উপকারী। ভিটামিন সি, পটাশিয়ামে ভরপুর এই ফল হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় বিশেষ উপকারী। প্রচুর পরিমাণে ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ এই ফল হজমশক্তি উন্নত করতেও সহায়তা করে। আনারসে ‘ডাইজেসটিভ এনজাইম’ বা পাচক উৎসেচক থাকে। এগুলিকে বলা হয় ‘ব্রোমলেইন’। ফেনলিক অ্যাসিড বা ফ্ল্যাভোনয়েড থাকায় এই ফল পুষ্টিগুণে ভরপুর। এ ছাড়া, বর্ষাকালে হজমের একটি সমস্যা দেখা যায়। আনারসে থাকা ব্রোমেলেইনে উৎসেচক প্রোটিনের অণুগুলিকে ভেঙে দেয়।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ছবি- সংগৃহীত

এত গুণ থাকা সত্ত্বেও আনারস অনেকেই খেতে চান না। কারণ আনারস খাওয়ার পরেই জিভ এবং গলার কাছে একটা অস্বস্তি তৈরি হয়। গলা খুসখুস করে। জিভ এবং গলা চুলকায়। অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। এই কারণগুলির জন্য উপকারী ফল হওয়া সত্ত্বেও, আনারস অনেকেই পছন্দ করেন না। সামান্য এই কারণের জন্য আনারসের স্বাস্থ্যগুণ থেকে বঞ্চিত হবেন তা কী করে হয়? আনারস খাওয়ার আগে নুন জলে ভিজিয়ে রাখলেই দূর হবে অস্বস্তি।

Advertisement

খাওয়ার কয়েক ঘণ্টা আগেই আনারস টুকরো করে কেটে নিন। তার পর একটি বড় পাত্রে বেশি করে জল নিয়ে তাতে দু’চামচ মতো সৈন্ধব লবণ মিশিয়ে ভাল করে গুলিয়ে নিন। নুন জলে আনারসগুলি কিছু ক্ষণ রেখে দিয়ে খেলে গলা এবং জিভে অস্বস্তি হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement