ঋতুস্রাব বলে দেয় কতটা সুস্থ রয়েছে শরীর।
ঋতুস্রাব বলে দেয় কতটা সুস্থ রয়েছে শরীর। স্বাস্থ্যে কোনও রকম সমস্যা থাকলে তার প্রভাব পড়ে ঋতুচক্রের উপরও। সব নারীর শরীরের গঠন আলাদা। তাই তাঁদের ঋতুস্রাবের ধরনও আলাদা। কারও টানা সাত দিন ধরে ঋতুস্রাব হতে পারে। কারও বা থেমে যায় দু’দিনেই। কিন্তু ঋতুস্রাব যদি অতিরিক্ত কম হয়, তবে বুঝতে হবে যে শরীরের অবস্থার দিকে জোর দিতে হবে।
ঋতুস্রাব খুব কম হলে কয়েক ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে।
কী কারণে কম ঋতুস্রাব হতে পারে? কোন রোগের ইঙ্গিত দেয় অতি কম ঋতুস্রাব?
অনেকের ঋতুস্রাব বন্ধ হতে না চাইলে যেমন সংক্রামক রোগ কিংবা রক্তের কোনও সমস্যার কথা বলতে পারে, তেমনই কম ঋতুস্রাব হতে পারে অন্য কোনও সমস্যার নির্ধারক। ঋতুস্রাব খুব কম হলে কয়েক ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে। পিসিওএসের আশঙ্কা থেকেই যায়।
এমন ক্ষেত্রে দেখা যায় হয়তো দু’দিনেই বন্ধ হয়ে যাচ্ছে ঋতুস্রাব। অথবা একটি মাস ঋতুস্রাব হলই না। অনেকের আবার ঋতুস্রাব কম হয় যখন ঋতুবন্ধের সময় এগিয়ে আসে।
ঋতুবন্ধের সময় যত এগিয়ে আসে, ততই কমতে থাকে ঋতুস্রাব। এই সময়ে খুব কম ঋতুস্রাব হয়। কোনও কোনও মাসে আবার হয়ও না।