ডাবের জল ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। সৌজন্য : আইস্টক
য়সের কোঠা চল্লিশ পেরোতে না পেরোতেই চেহারায় তার ছাপ পড়ে যায়। অকাল-বার্ধ্যক্যের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন অনেকে। তবে এমন চারটি জাদু-পানীয় আছে, যেগুলি বয়স ধরে রাখতে সক্ষম। রইল এমন চারটি জাদু-পানীয়ের সন্ধান—
১) ডাবের জল :
ডাবের জলে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরি করে। যার ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
অ্যালোভেরা ত্বককে মসৃণ করে। প্রতীকী ছবি।
২) গ্রিন টি :
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ত্বকের হারানো লাবণ্য ফিরিয়ে আনে। ত্বককে সতেজ রাখে।
৩) করলার রস:
ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের জন্য করলার রস অত্যন্ত উপকারী। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ করলা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
৪) অ্যালোভেরা:
অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা হারাতে দেয় না। ত্বককে মসৃণ করে। ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।