ছবি: প্রতীকী
অনেক ক্ষণ ধরেই তিন্নির নাকটা সুড়সুড় করছিল। কিছু ক্ষণ পর যা ঘটল, তা দেখে আশপাশের লোকজনের হতভম্ব হওয়ার জোগাড়। অথচ কোথাও আঘাত লাগেনি। সর্দি বা ঠান্ডা লাগার সমস্যাও নেই। নাকের ভিতর অসাবধানে আঙুল ঢুকে গিয়েছে বলেও মনে হয় না। পত্রপাঠ বাড়িতে খবর দিতে, তিন্নির মায়ের বক্তব্য ‘পেটগরম হয়েছে’।
চিকিৎসকেরা জানাচ্ছেন, এই গরমে নাক থেকে রক্তপাত হওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। নাক ভীষণ স্পর্শকাতর হয়। নাকের ভিতর অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহিকা রয়েছে। সামান্য হাঁচির ঝাঁকুনিতেই যা ছিঁড়ে যেতে পারে। তবে তাতে ভয় পাওয়ার মতো কিছু নেই। তাপমাত্রা বৃদ্ধি পেলে গরমে নাকের ভিতরের রক্তজালিকাগুলি ফেটে যেতে পারে। তখন রক্তপাত হতে পারে। তবে নাক থেকে যদি অস্বাভাবিক ভাবে রক্ত পড়তে থাকে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কী ধরনের রক্তপাত স্বাভাবিক নয়?
নাগাড়ে ২০ মিনিট বা তার বেশি সময় ধরে নাক থেকে রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নাক থেকে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে যদি মাথা ঝিমঝিম করে বা বমি পায়, তখন সতর্ক হতে হবে।
কোনও দুর্ঘটনা বা ক্রীড়া প্রতিযোগিতায় আঘাত পেয়ে নাক থেকে রক্ত পড়তে থাকলে সাবধান হওয়া জরুরি।
নাক থেকে রক্তপাত বন্ধ করতে কী করবেন?
১) ভয় না পেয়ে এক জায়গায় শান্ত হয়ে বসুন। মাথা উপরের দিকে তুলে রাখুন।
২) শুয়ে থাকলে মাথার তলায় বালিশ দিয়ে উঁচু করে রাখুন।
৩) বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে ৫-১০ মিনিট অন্তর নাসারন্ধ্র চেপে ধরুন। সেই সময়ে মুখ দিয়ে শ্বাস নিন।