Heatwave in West Bengal

চড়া রোদে কাজের প্রয়োজনে বাইরে বেরোতেই হয়? ব্যাগে কোন ৫ জিনিস না ভরলে বিপদ

গরমে বাইরে বেরোলে ব্যাগে রাখুন কিছু দরকারি জিনিস। ব্যাগে কী কী জিনিস সঙ্গে রাখলে দাবদাহকে খানিকটা হলেও বাগে আনা সম্ভব, রইল তার হদিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ০৯:৪৯
Share:

গুমোট গরমে প্যাচপেচে ঘাম, অস্বস্তি যেন বেড়েই যাচ্ছে। ছবি: সংগৃহীত

হাওয়া অফিস একই রাজ্যে বৃষ্টির সুখবর শোনাতে পারছে না। অসহ্য গরমে অতিষ্ঠ হলেও অফিসকাছারি-রান্না-খাওয়া কিছুই তো বাদ দেওয়া যায় না। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো ছাড়া উপায় নেই। গুমোট গরমে প্যাচপেচে ঘামে অস্বস্তি যেন বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় কেউ হজমের সমস্যায় ভুগছেন, কেউ আবার অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ছেন। গরমে আবার সর্দি-কাশি, জ্বর, পেটে ব্যথার মতো রোগের সমস্যাও বাড়ছে। ভ্যাপসা গরমে শরীর ও ত্বক দুয়েরই ক্ষতি হচ্ছে। তাই এই গরমে বাইরে বেরোলে ব্যাগে রাখুন কিছু দরকারি জিনিস। ব্যাগে কী কী জিনিস রাখলে দাবদাহকে খানিকটা হলেও বাগে আনা সম্ভব, রইল তার হদিস।

Advertisement

১) জলের বোতল ছাড়া এই সময়ে বাড়ির বাইরে বেরোনো চলবে না। জল ছাড়াও সঙ্গে গ্লুকোজ় কিংবা নুন-লেবুর জল রাখতে পারেন। রাস্তার ধারে বিক্রি হওয়া রঙিন পানীয়তে চুমুক নয়।

২) এই সময়ে রুমাল, সানগ্লাস আর ছাতা অবশ্যই ব্যাগে ভরে রাখুন। ভুলে গেলে বিপদে পড়বেন। মহিলারা স্কার্ফ ও ছেলেরা টুপি ব্যবহার করুন। ত্বক বাঁচবে, আর শরীরও।

Advertisement

গরমে ঘেমে শরীরে ক্লান্তি চলে আসে। ছবি: শাটারস্টক

৩) টিফিনে হালকা খাবার রাখুন। তেল-মশলাদার খাবার এখন এড়িয়ে চলাই ভাল। একটি টিফিন নিলেই হবে না, আর একটি টিফিনে ফ্রুট স্যালাড কিংবা ফ্রুট চাট অবশ্যই রাখুন।

৪) গরমে ঘেমে শরীরে ক্লান্তি চলে আসে। মুখও তেলতেলে হয়ে যায়। তাই গরমে চাঙ্গা থাকতে ওয়েট টিস্যু ব্যবহার করুন। খুব তাপ লাগলে মুখ, গলা ও ঘাড় মুছে নিন। ব্যাগে একটি ফেসওয়াশও রাখতে পারেন।

৫) গরমে ঘামের গন্ধে আশপাশের লোকজনের পাশাপাশি নিজেদেরও সমস্যা হয়। তাই এই সময়ে বডি স্প্রে ব্যাগে রাখতে ভুলবেন না যেন। নিজেকে তরতাজা রাখতে মাঝেমধ্যেই স্প্রে করে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement