ফিরে আসার লড়াই ছবি: সংগৃহীত
১৯৯৮ সালে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাদ যায় দুই হাত। দুই দশকেরও বেশি সময় পর শল্যচিকিৎসকদের বদান্যতায় দুই হাত পান আইসল্যান্ডের বাসিন্দা ৪৯ বছর বয়সি ফেলিক্স গ্রেটারসন।
অস্ত্রোপচারের মাধ্যমে দু’টি হাত বসিয়ে দেওয়া হয় ফেলিক্সের শরীরে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই ধরনের জোড়া হাত লাগিয়ে দেওয়ার অস্ত্রোপচারে বিশ্বে ফেলিক্সই প্রথম। হাসপাতাল সূত্রে খবর প্রায় ১৫ ঘণ্টা চলেছিল অস্ত্রোপচার।
কিন্তু অস্ত্রোপচারের পর যা ঘটেছে তা কার্যত ‘মিরাক্ল’ বলেই দাবি বিশেষজ্ঞদের। মাত্র ১৬ মাসের মধ্যে ফেলিক্স এতটাই উন্নতি করেছেন যে, এখন সেই হাতেই তিনি দৈনন্দিন একাধিক কাজ করতে পারছেন। নাতিকে কোলে নেওয়া থেকে দাঁত মাজা— সবই তিনি করছেন সেই হাতেই। ফেলিক্সয়ের এহেন উন্নতিতে অবাক স্বয়ং চিকিৎসকরাও।