কোন ভুলে জিমে গিয়েও কমছে না ওজন? ছবি: সংগৃহীত।
ছিপছিপে শরীর আর ছিমছাম চেহারা পেতে জিমই ঠিকানা হয়ে উঠেছে অনেকের। ফিট থাকতে চাওয়ায় ভুল নেই। ওজন কমিয়ে ফেললে অনেক রোগবালাইয়ের ঝুঁকিও কমে। বেশ ফুরফুরে থাকা যায়। কিন্তু পরিশ্রম করেও মেদ না কমলে, তখন মনখারাপ হয়। তবে শুধু মনখারাপ করে বসে থাকলে তো চলবে না। কেন ওজন কমছে না, সেটাও তো জানতে হবে। জিমে গিয়ে শরীরচর্চা তো করছেন, পাশাপাশি কিছু ভুল করে ফেলছেন না তো?
ফোনে ডুবে থাকা
এক মুহূর্ত ফোন ছাড়া চলে না। জিমে গিয়েও হাতে থাকে ফোন। জিমে গিয়েও অনেকে ব্যস্ত থাকেন হোয়াটসঅ্যাপ বা গ্রুপ চ্যাটে। সমাজমাধ্যমেই কেটে যায় অনেকটা সময়। এতে উদ্বেগ কমার বদলে আরও বেড়ে যায়। তাই শরীরচর্চার সময় ফোনটা পাশে সরিয়ে রাখুন।
মনখারাপ
সময় মন ভাল থাকবে এমন কোনও কথা নেই। কিন্তু মনের অবস্থা যদি প্রভাবিত করে শরীরচর্চার অনুশীলনকে, তা হলে মুশকিল। ব্যক্তিগত সমস্যা বা অফিসের চাপ যদি শরীরচর্চার সময় মনে ভিড় করে, তা হলে মুশকিল।
জিমে থাকা সব যন্ত্র একবার করে ব্যবহার করতেই হবে এমন ভাবনা যদি আপনার হয়, তবে তা আজই সরান। ছবি: সংগৃহীত।
তাড়াহুড়ো
জিমে থাকা সব যন্ত্র একবার করে ব্যবহার করতেই হবে এমন ভাবনা যদি আপনার হয়, তবে তা আজই সরান। বরং মন দিন প্রতি দিন আপনার শরীরের দরকারি কিছু ব্যায়ামে। কাজ দেবে সেটাই।