সম্প্রতি ‘রেডিয়োলজি কেস রিপোর্ট’ বিজ্ঞান পত্রিকায় ১৪ মাসের শিশুটির কথা প্রকাশিত হয়েছে। প্রতীকী ছবি।
তিন কোটি শিশুর মধ্যে এমন সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা মাত্র এক জনের। বিষয়টি এতই বিরল যে, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন সমস্যার উল্লেখ রয়েছে একশোটিরও কম। এমনই বিরল রোগে আক্রান্ত হল ইরানের এক শিশু। মূত্রথলি, শুক্রাশয় সবই আছে, নেই কেবল পুরুষাঙ্গ। বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলে ‘অ্যাফ্যালিয়া’।
সম্প্রতি ‘রেডিয়োলজি কেস রিপোর্ট’ বিজ্ঞান পত্রিকায় ১৪ মাসের শিশুটির কথা প্রকাশিত হয়েছে। ইরানের জাহেদান ‘ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স’-এর চিকিৎসকেরা জানিয়েছেন, এমনিতে শিশুটি সুস্থই রয়েছে। দেহের অন্যান্য অঙ্গও স্বাভাবিক। লিঙ্গ ছাড়া সব যৌনাঙ্গও রয়েছে তাঁর। সন্তানপ্রসবের সময়েও শিশুটির মায়ের কোনও অসুবিধাও হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
কিন্তু শিশুটি মূত্রত্যাগ করে কী ভাবে? চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির এক বিশেষ ধরনের ফিশ্চুলা রয়েছে। মূত্রথলি ও মলাশয়ের মধ্যে যোগ রয়েছে। জন্মের পর থেকে সে মলদ্বারের মাধ্যমে মূত্রত্যাগ করে।
সাধারণত এই ধরনের সমস্যায় ছেলেদের দেহে অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ জুড়ে দেওয়া হয়। সেই অস্ত্রোপচারকে বলে ‘ফ্যালোপ্লাস্টি’। তবে এ ক্ষেত্রে চিকিৎসকেরা জানিয়েছেন, পুরুষাঙ্গ নয়, বরং কৃত্রিম ভাবে একটি যোনি তৈরি করতে চান তাঁরা। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটে, তা নিয়ে নিশ্চিত নন কেউই। তবে লোকলজ্জার কারণে বিষয়টি নিয়ে আলোচনা কম হয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সে কারণে অনেক ক্ষেত্রেই বিষয়টি অজানা থেকে যায় বলেও মত তাঁদের।