ত্বকে কোনও প্রকার সমক্রমণ কিংবা প্রদাহ কমাতেও বরফ দারুণ কাজ করে। ছবি: সংগৃহীত
মুখের লোম তুললেই জ্বালা ভাব শুরু হয়? সঙ্গে সঙ্গে বরফ লাগালে বেশ আরাম পেতে পারেন। রূপচর্চায় বরফ কিন্তু দারুণ উপকারী। গরমের সময় ত্বকের নানা সমস্যায় নাজেহাল হতে হয় কমবেশি সকলকেই। এ ক্ষেত্রে বরফ দিয়েই হতে পারে মুশকিল আসান!
তাই জেনে নিন মুখে বরফ লাগালে কী লাভ হতে পারে?
১) গরমে রোদে বেশি ক্ষণ থাকলেই মুখে ক্লান্তির ছাপ পড়ে। মুখের ঔজ্জ্বল্য কমে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে বরফ। বাইরে থেকে ঘরে ফিরে মিনিট খানেক ভাল ভাবে মুখে বরফ ঘষলেই ফিরে আসবে ত্বকের জেল্লা।
২) বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে যায়। ঘুম থেকে উঠে কোথাও যেতে হলে মুখটা ফোলা লাগে। মুখের ফোলা ভাবও অল্প সময়ে কমিয়ে দিতে পারে বরফ। রূপটান করার আগে আগে মুখে কিছুটা বরফ লাগিয়ে নিতে পারেন। এই উপায়ে ত্বকের আর্দ্রভাব ধরে রাখা যায়। মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতেও এই পন্থা মেনে চলতে পারেন।
প্রতীকী ছবি
৩) ত্বকে কোনও প্রকার সমক্রমণ কিংবা প্রদাহ কমাতেও বরফ দারুণ কাজ করে।
৪) চোখের তলায় কালো দাগ দূর করতেও রোজ রাতে বরফ লাগিয়ে নিতে পারেন। ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতেও এই পদ্ধতির উপর ভরসা রাখতে পারেন।
মুখে বরফ দেওয়ার আগে কোন বিষয়ে বিযয় মেনে চলতে হবে?
১) বরফ সরাসরি ত্বকের উপর প্রয়োগ করবেন না। একটি পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে নিয়ে তবেই ব্যবহার করুন।
২) অনেকের মুখেই বরফ দেওয়ার পরে লাল ভাব দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে তা বেশি ক্ষণ থেকে যায়। যাঁদের সংবেদনশীল ত্বক, তাঁদের বরফ না লাগনোই ভাল।