নিজস্ব চিত্র।
বুধবার, ১১ সেপ্টেম্বর, রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৪’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চলতি বছরের শব্দের খেলায় বিজয়ী স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে সেরার সেরা খেতাব।
এ বছরের প্রতিযোগিতায় রাজ্যের ১২টি জেলার ২০০-রও বেশি স্কুল অংশগ্রহণ করেছিল। মোট অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা ছিল ৫০ হাজার। প্রায় দু’মাস ধরে আমাদের শব্দবিদরা বিভিন্ন জেলায় নানা মজাদার খেলার মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ১২০টি স্কুলকে বেছে নেন । এ বার তাদের নিয়েই হবে হাড্ডাহাড্ডি লড়াই। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ক’টি ধাপ থাকবে, কোন ধাপে কতগুলি স্কুল নির্বাচিত হবে, প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের কোন কোন নিয়ম মাথায় রাখতে হবে, সেই সব তথ্য এ বার এক নজরে দেখে নেওয়া যাক।
চূড়ান্ত পর্বের বিভিন্ন ধাপ এবং নিয়মাবলি:
● প্রতিযোগিতায় প্রতিটি বিদ্যালয়ের তরফে নির্বাচিত ৩ সদস্যের দল (টিম) সংশ্লিষ্ট বিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করবে।
● মোট ৩টি ধাপে চূড়ান্ত পর্বের আয়োজন করা হবে।
● প্রথম ধাপে মোট ৩টি ভাগে ভাগ করে অংশগ্রহণকারী দলগুলিকে নিয়ে লড়াই শুরু হবে। এই ধাপে খেলবে ১২০টি স্কুল।
● পরীক্ষায় স্কুলগুলির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম পর্ব থেকে মোট ৪৮টি স্কুলের দলকে দ্বিতীয় ধাপের প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হবে।
● এর পর দ্বিতীয় ধাপের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ১২টি দল তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপে অংশগ্রহণ করবে। এর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সেরার সেরা স্কুলগুলিকে।
● প্রতিটি ধাপের শেষে ঘোষণা অনুযায়ী সমস্ত প্রতিযোগীদের নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। যারা সেই সময়ে অনুপস্থিত থাকবে, তাদের বাতিল বলে গণ্য করা হবে।
● প্রত্যেক প্রতিযোগীকে সংশ্লিষ্ট স্কুলের পরিচয়পত্র (আইডি কার্ড বা সমতুল্য নথি) সঙ্গে রাখতে হবে।
● চূড়ান্ত পর্বের লড়াইয়ে সংশ্লিষ্ট স্কুলের পোশাক পরেই প্রতিযোগীদের উপস্থিত হতে হবে।
● ওই দিন নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি দলকে পৌঁছে যেতে হবে। অনুপস্থিত দলগুলিকে বাতিল বলে গণ্য করা হবে।
● প্রতিযোগিতায় যদি কোনও দলের কোনও পড়ুয়া অনৈতিক বা অসাধু পদ্ধতির সাহায্য নেয়, তা হলে সেই দলকে বাতিল করা হবে।
● প্রতিটি পর্বে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আনন্দবাজার অনলাইনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।
● অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক অথবা অভিভাবক ছাড়া হল থেকে বাইরে বেরোতে পারবে না।
হাতে আর বেশি সময় নেই। শব্দের মারপ্যাঁচে অন্য দলকে জব্দ করতে তৈরি তো? সমস্ত শিক্ষার্থীর জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস এবং সুপ্রা পেনস। এছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, ‘চটপটা পার্টনার’ হাজমোলা, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।