Shobdo Jobdo 2024

জেলার সেরার খোঁজে চলছে শব্দ-জব্দের লড়াই

প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে সেরা ১০টি স্কুলকে।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৮:১০
Share:

পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হল 'শব্দ-জব্দ ২০২৪' এর চূড়ান্ত পর্ব। নিজস্ব চিত্র।

মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখার লক্ষ্যে আনন্দবাজার অনলাইনের উদ্যোগে শুরু হয়েছে ‘শব্দ জব্দ ২০২৪’। স্কুল প্রাঙ্গণে শব্দ-ধাঁধার পরীক্ষায় সফল পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতার জেলা স্তরের পর্ব।

Advertisement

এই দফায় ১২টি জেলায় প্রতিটিতে স্কুলগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে। ৩১ জুলাই 'শব্দ-জব্দ ২০২৪'-এ জেলা স্তরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে পশ্চিম বর্ধমানে। প্রত্যেক বিদ্যালয়ের তরফে নির্বাচিত ৩ সদস্যের দল সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল সেখানে। প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে সেরা ১০টি স্কুলকে।

নির্বাচিত স্কুলগুলি হল-দুর্গাপুর প্রজেক্টস্ টাউনশিপ বয়েজ হাই স্কুল, দুর্গাপুর এমএএমসি টাউনশিপ মডার্ন হাই স্কুল, বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন, দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়, সুরেনচন্দ্র মডার্ন স্কুল, দুর্গাপুর রাইরানী দেবী গার্লস হাই স্কুল, বেনালী শ্রী সিকেসিটি হাই স্কুল, দুর্গাপুর প্রজেক্টস্ টাউনশিপ গার্লস হাই স্কুল, আসানসোল উমারানী গড়াই কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়, মণিমালা উচ্চ বালিকা বিদ্যালয়।

Advertisement

কলকাতায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ১২টি জেলার সেরা স্কুলগুলি। যাদের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ৬টি স্কুলকে। এ বার মুখোমুখি হবে তারা। সেরা ৩ স্কুল পাবে বিজেতার খেতাব।

এই উদ্যোগে সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। প্রতিযোগিতার ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস, সুপ্রা পেনস। এ ছাড়াও সঙ্গে আছে ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement