‘শব্দ-জব্দ ২০২৩’।
দীর্ঘ দুই মাসের অপেক্ষার অবসান। শেষ হল ‘শব্দ-জব্দ ২০২৩’। শব্দের লড়াইয়ের এই প্রতিযোগিতায় সেরা হল লায়ন্স ক্যালকাটা (গ্রেটার) বিদ্যামন্দির। ৩৫৫ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানে থেকে তারা ছিনিয়ে নিল জয়ের মুকুট। অন্য দিকে প্রথম থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও শেষ রাউন্ডের শেষ প্রশ্নে বাজিমাত করল কামরাবাদ স্কুলের শিক্ষার্থীরা। ২৮৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসল। চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস স্কুল হয়েছে তৃতীয়। তাঁদের পয়েন্ট ২৫৫। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রবাদপ্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান আরপি বন্দ্যোপাধ্যায়, অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য সমিত রায়, রাইস এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপাঞ্জন দত্ত, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিজিট্যাল ডিরেক্টর মৃণাল পারীখ, টেক ফুডস্-এর মার্কেটিং ম্যানেজার সৌভিক বসু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ইষ্টেশানন্দ -সহ আরও অনেকে।