রবীন্দ্র সদনে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে শুরু শব্দ-জব্দ ২০২৪। নিজস্ব চিত্র।
কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে চলছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৪’-এর চূড়ান্ত পর্বের লড়াই। এর প্রথম ধাপের খেলা শেষে দ্বিতীয় পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে ৪৮টি স্কুলকে।
প্রথম ধাপের পর কোন কোন স্কুল পরের রাউন্ডে অংশগ্রহণ করতে চলেছে? রইল সবিস্তার তালিকা।
পশ্চিম বর্ধমান:
পূর্ব বর্ধমান
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
মুর্শিদাবাদ
কলকাতা
হাওড়া
নদিয়া
দক্ষিণ ২৪ পরগনা
উত্তর ২৪ পরগনা
হুগলি
এ বারের অনুষ্ঠানে হাজির হয়েছে রাজ্যের ১১০টিরও বেশি স্কুল। টানটান উত্তেজনার মধ্যেই জারি রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। বুধবার সকাল থেকেই রবীন্দ্রসদনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। প্রতিযোগিতা ঘিরে উত্তেজনার মধ্যেও কিছু পড়ুয়া বেশ আত্মবিশ্বাসী। আবার কারও মুখে চোখে উদ্বেগ স্পষ্ট।
প্রতিযোগিতায় উত্তেজনার মধ্যেও কিছু পড়ুয়া বেশ আত্মবিশ্বাসী। নিজস্ব চিত্র।
এ দিন প্রতিটি স্কুল থেকে তিন জন শিক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করছে। এর পর প্রতিটি ধাপে শব্দের বিভিন্ন মজার খেলার ছলেই চলবে পরীক্ষা। স্কুলগুলির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম পর্ব থেকে মোট ৪৮টি স্কুলকে দ্বিতীয় ধাপ বা সেমিফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে। এর পর দ্বিতীয় ধাপের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ১২টি স্কুলকে চূড়ান্ত বা অন্তিম পর্বের জন্য বাছাই করা হবে। এর মধ্যে থেকে সেরা ৩টি স্কুলের হাতেই তুলে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের খেতাব।
জানতে হলে নজর রাখুন আনন্দবাজার অনলাইনের ‘শব্দ জব্দ’ বিভাগে।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছে আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ জব্দ ২০২৪’-এর পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ট্রেন্ডস এবং সুপ্রা পেনস। এছাড়াও, ‘অ্যাসোসিয়েট পার্টনার’ ডক্টরস চয়েজ়, ‘কমফোর্ট পার্টনার’ বামচামস, ‘কনফেকশনারি পার্টনার’ টেস্ট এন বাইট, ‘চটপটা পার্টনার’ হাজমোলা, নলেজ পার্টনার শব্দবাজি এবং ‘স্ন্যাক্স পার্টনার’ অন্নপূর্ণা স্বদিষ্ট।