মঞ্চের ঠিক নীচে চক্ষু ছানাবড়া করে দাঁড়িয়ে এক তন্বী বিদেশিনী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি ছবিতে অভিনয়ের সুবাদেই এ শহরে আসা তাঁর। তিনি যে ছবির অভিনেত্রী, সেই ছবিটিকে বিশেষ পুরস্কার দিচ্ছেন উৎসবের বিচারকমণ্ডলী (জুরি)। ওই পুরস্কার নিতেই সোম-সন্ধ্যায় নজরুল মঞ্চে এসেছিলেন তিনি।
কিন্তু ওই তরুণীর নাম ঘোষণার পরেও পুরস্কৃত ছবিটির তরফে কোনও প্রতিনিধি হাজির নেই বলে স্মারক চালান হয়ে গেল অন্য লোকের হাতে। বিস্ফারিত নেত্রে দাঁড়িয়ে তিনি শুনলেন, ছবির সঙ্গে যুক্ত কেউ নেই বলে তাঁদের হয়ে পুরস্কার নিচ্ছেন ভারতীয় ফিল্মস্ ডিভিশনের এক কর্তা। মঞ্চের নীচে দাঁড়িয়ে বিদেশিনী দেখলেনও, সেই পুরস্কার প্রদানের দৃশ্য।
পরে গোলমালটা মালুম হতে অবশ্য ফের ডাকা হল তাঁকে। এ বার একই পুরস্কারের অ্যাকশন রিপ্লে। ইজরায়েলি ছবি সেল্ফ-মেড-এর জন্য পুরস্কার নিলেন ছবির অভিনেত্রী সমিরা সারায়া। সঞ্চালক জুন মাল্য এই উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর ত্রুটি ম্যানেজ করতে মধুর হাসলেন। বললেন, “এ সব ছোটখাটো ভুলেই উৎসব ‘কালারফুল’ হয়ে ওঠে।”
২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি-বাসরে এই গোলযোগ অবশ্য মোটেও মধুর লাগেনি অন্যতম জুরি সদস্য অমল পালেকরের কাছে। অন্তত তাঁর চোখ-মুখের ভাষা তা বলছিল না। ভুল হওয়ার পরে সঞ্চালক ও উদ্যোক্তা-আমলাদের মঞ্চের কোণে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো হাত-পা নেড়ে কথা শোনাচ্ছিলেন অমল।
স্রেফ এই ভুলটুকুই নয়। ফিল্ম-উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আক্ষরিক অর্থেই যেন মমতার ছোঁয়া দেখা গেল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। অথচ এ বারই প্রথম প্রতিযোগিতার বিভাগ চালু হয়েছে। মহিলা চলচ্চিত্রকারদের জন্য বিশেষ বিভাগে বিপুল টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।
ইজরায়েলি ছবির অভিনেত্রী সমিরা ছাড়া পুরস্কার প্রাপকেরা বড় একটা ছিলেনও না। তবে পুরস্কার দেওয়ার মঞ্চে কান-ফাটানো রঙিন কাগজ ছড়ানোর বিস্ফোরণ উদ্যাাপিত হল। জোর হুল্লোড়ের মধ্যে সেরা পরিচালকের পক্ষে পুরস্কার হাতে নিলেন উৎসব-অধিকর্তা যাদব মণ্ডল ও সেরা ছবিটির জন্য বকলমে পুরস্কার নিলেন তথ্য-সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য। অর্ধেক খালি প্রেক্ষাগৃহে ভিআইপি আসনও পুরোপুরি ভরেনি। ছিলেন গুটিকয়েক বিদেশি অতিথি ও জুরি সদস্য।
মমতাহীন অনুষ্ঠানে জুরি কমিটির কর্তা অস্ট্রেলীয় পরিচালক পল কক্স মমতা ‘দিদি’ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে মমতা এই উৎসবের জন্য বচ্চন পরিবার, শাহরুখ-ফারহা খান-অমল পালেকর-পল কক্স প্রমুখ অতিথি ও তাঁর প্রিয় বলিউড-টলিউড-টেলিউডের চলচ্চিত্রপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন।