Sonakshi Sinha-Zaheer Iqbal

‘এত বাধা পেরোতে হয় একটাই কারণে’, জ়াহিরের ইঙ্গিতবাহী পোস্টের উদ্দেশ্য কী?

ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে সমস্যার কথা স্বীকার করেনি সিন্‌হা পরিবার। তবে জ়াহিরের একটি পোস্ট ইঙ্গিত দিল, বিয়ের আগে বহু বন্ধুর পথ পেরিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭
Share:

সোনাক্ষীর জন্য কী বললেন জ়াহির? ছবি: সংগৃহীত।

বিয়ের আগে নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁদের। বর্তমানে তাঁরা সুখে আছেন, সংসার করছেন। চলতি বছর জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। ভিন্‌ধর্মে বিয়ে। তাই পরিবার প্রথম দিকে নাকি রাজি ছিল না! পরিবারকে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল সোনাক্ষীর। তাই বহু বছর সম্পর্কে থাকলেও, বিয়ের পিঁড়িতে বসছিলেন না। কিন্তু অবশেষে বহু বাধা পেরিয়ে চারহাত এক হয়েছে যুগলের।

Advertisement

ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে সমস্যার কথা অবশ্য কখনও স্বীকার করেনি সিন্‌হা পরিবার। তবে জ়াহিরের একটি পোস্ট ইঙ্গিত দিল, বিয়ের আগে বহু বন্ধুর পথ পেরিয়ে এসেছেন তাঁরা। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু সম্পর্ক থাকে যা অদৃশ্য সুতোয় বাঁধা। সোনাক্ষীর সঙ্গে নাকি তাঁর এমনই সম্পর্ক।

জাহিরের ভাগ করে নেওয়া পোস্টে লেখা, “সঠিক সময় আসার আগে পর্যন্ত এই বিশ্বব্রহ্মাণ্ড দু’টি মানুষের কখনওই মিলন হতে দেয় না। সেই নির্দিষ্ট সময় বেশ কিছু কাকতালীয় ঘটনা ঘটবে। এই অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাগুলি না ঘটলে দু’জনের হয়তো কখনওই দেখা হত না। কিন্তু এই ব্রহ্মাণ্ড এই ভাবেই সবটা সাজিয়ে রেখেছে।”

Advertisement

জ়াহিরের সেই পোস্টের শেষে বলা হয়েছে, “একটা সময় সবটা উপলব্ধি করতে পারবেন। দু’জনে দেখা হলে বুঝবেন, পরস্পরের জন্য নিজেদের মনকে প্রস্তুত করতেই এত দিন এত বাধা পেরোতে হয়েছে।”

কিছু দিন আগেই এক অনুষ্ঠানে সপরিবার উপস্থিত ছিলেন সোনাক্ষী। সেখানে সোনাক্ষীর মা পুনম সিন্‌হা দাবি করেন, জ়াহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে। পুনম বলেন, “আমার মা বলতেন, তাঁকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন একজনকে বিয়ে করল, যাঁকে ও বেশি ভালবাসে।”

মায়ের কথা শুনে সোনাক্ষী সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এটা নিয়ে তর্ক হতে পারে। জ়াহির মনে করে, ও আমাকে বেশি ভালবাসে। আবার আমি মনে করি, আমি জ়াহিরকে বেশি ভালবাসি। কোন সত্যকে মান্যতা দেওয়া হবে, সেটা একটা বিষয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement