Covid Death

প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে পোস্ট, কয়েক ঘণ্টার মধ্যেই প্রয়াত ইউটিউবার

মৃত্যুর আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী লিখেছিলেন রাহুল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ২০:২৪
Share:

ইউটিউবার এবং অভিনেতা রাহুল ভোরা

করোনা আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সে প্রয়াত ইউটিউবার এবং অভিনেতা রাহুল ভোরা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নেটমাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন তিনি।

Advertisement

শনিবার ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমিও যদি ভাল চিকিৎসা পেতাম, বেঁচে ফিরতে পারতাম’। পোস্টের শেষে যেন তিনি বিদায়বার্তা লিখে জানিয়েছিলেন, ‘খুব শীঘ্রই জন্ম নেব। অনেক ভাল ভাল কাজ করব। এখন যেন আর সাহস নেই আমার মধ্যে’। পোস্টের সঙ্গেই তাঁর সমস্ত তথ্য তিনি লিখে দিয়েছিলেন। কোন হাসপাতালে রয়েছেন। শয্যার নম্বর, বয়স, হাসপাতালের কত নম্বর তলা— সব লেখা তালিকা করে।

Advertisement

সেই পোস্টেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে উল্লেখ করেছিলেন রাহুল।

রাজীব গাঁধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন রাহুল। সন্ধের পর অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লিতেই আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। রবিবার মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement