Entertainment News

এই পাঁচটি কারণে ‘চ্যাম্প’ আপনাকে দেখতেই হবে

ইন্ডাস্ট্রিতে ১০ বছর ধরে তিনি নায়ক। সেটা তো তাঁর চেনা মাঠ। এই প্রথম প্রযোজক হিসেবে দেবের পরীক্ষা। সঙ্গে রয়েছে তাঁর নিজের লেখা গল্প। একান্ত আলাপচারিতায় দেব বলেছিলেন, ‘‘রুক্মিণী আমার খুব কাছের বন্ধু। ওকে দেখেই ‘জয়া’ চরিত্রটা লিখেছি। ঠিক যেমন ‘শিবাজি’ চরিত্রের সঙ্গে আমার মিল রয়েছে।’’ এককথায় ‘চ্যাম্প’ দেব-রুক্মিণীর বাস্তব জীবনের গল্প।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১৪:৪২
Share:

‘চ্যাম্প’-এর একটি দৃশ্যে দেব ও রুক্মিণী। ছবি: ইউটিউবের সৌজন্যে।

দীর্ঘ অপেক্ষার অবসান। শুক্রবার মুক্তি পেল দেবের প্রযোজনার প্রথম ছবি ‘চ্যাম্প’। জেনে নিন কোন পাঁচটি কারণে ছবিটি আপনাকে দেখতেই হবে। লড়াইয়ের ময়দানে রয়েছে বাবা যাদব পরিচালিত ‘বস ২’ এবং কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’।

Advertisement

আরও পড়ুন, ‘আমি আনলাকি যে দেবের সঙ্গে ডেবিউ ছবিতে কাজ করেছি’

প্রযোজনা + গল্প = দেব

Advertisement

ইন্ডাস্ট্রিতে ১০ বছর ধরে তিনি নায়ক। সেটা তো তাঁর চেনা মাঠ। এই প্রথম প্রযোজক হিসেবে দেবের পরীক্ষা। সঙ্গে রয়েছে তাঁর নিজের লেখা গল্প। একান্ত আলাপচারিতায় দেব বলেছিলেন, ‘‘রুক্মিণী আমার খুব কাছের বন্ধু। ওকে দেখেই ‘জয়া’ চরিত্রটা লিখেছি। ঠিক যেমন ‘শিবাজি’ চরিত্রের সঙ্গে আমার মিল রয়েছে।’’ এককথায় ‘চ্যাম্প’ দেব-রুক্মিণীর বাস্তব জীবনের গল্প।

ট্রাম্পকার্ড রুক্মিণী

রুক্মিণী মৈত্র। বিখ্যাত মডেল। গত ১০ বছরে এটাই ছিল তাঁর একমাত্র পরিচয়। এ বার তিনি নায়িকাও। ইন্ডাস্ট্রির সকলেই জানেন, তিনি দেবের বিশেষ বান্ধবী। দেবের হাত ধরেই শুরু নতুন পথ চলার। তাই রুক্মিণীর ওপর নজর তো থাকবেই। তিনি কেমন পারফর্ম করলেন, হলে গিয়ে দেখবেন তো?

আরও পড়ুন, দেব নাকি জিত্, ইদের বক্স অফিস যুদ্ধে কাকে এগিয়ে রাখল গুগল?

বি ফর বক্সিং

দেবের কাছে প্রশ্ন ছিল, বক্সিং নিয়ে ছবি করার রিস্কটা নিলেন কেন? দেব বলেছিলেন, ‘‘আমি ছাড়া রিস্কটা কে নেবে?’’ টলিউডে বক্সিং নিয়ে ছবি সম্ভবত এই প্রথম। ক্রিকেট, ফুটবলের তুলনায় কম জনপ্রিয় খেলাটিকে ‘চ্যাম্প’ কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও বিচার করবেন দর্শক।

‘চ্যাম্প’-এর একটি দৃশ্যে দেব ও রুক্মিণী।ছবি: ইউটিউবের সৌজন্যে।

আমিও চ্যাম্প…

রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে ঠিক এমনই ফিলিংস। দেব শেয়ার করেছিলেন, প্রতি মুহূর্তে যাঁরা লড়াই করছেন, তাঁরা নিজের জীবনে কোনও না কোনও ভাবে সকলেই ‘চ্যাম্প’। সেই ভাবনা রয়েছে ছবি জুড়ে।

আরও পড়ুন, দেবের নাকি মেয়ের বিয়ে...!

দেব-রুক্মিণীর কেমিস্ট্রি

‘চ্যাম্প’ এক নতুন জুটি উপহার দিতে চলেছে টলিউডকে। কিন্তু তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি কি অনস্ক্রিনেও দেখতে পাবেন দর্শক? রুক্মিণীর উত্তর, ‘‘না, সেটা একেবারেই কাজ করেনি। কারণ আমি ভেবেছিলাম দেব আমাকে খুব প্যাম্পার করবে। ভালবেসে কাজ হবে। সহজ কলটাইম পাব। কিন্তু সে সব কিছুই হয়নি। উল্টে রোজ বকত। হয়তো ভালর জন্যই বকত।’’ সত্যিই কি তাই? সে বিচারের ভার আপনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement