দক্ষিণী অভিনেতা যশ। ছবি: সংগৃহীত।
বিপাকে দক্ষিণী সুপারস্টার যশ। অভিনেতার নতুন ছবি ‘টক্সিক’-এর নির্মাতাদের নোটিস পাঠাল কর্ণাটক সরকার। সূত্রের খবর, সোমবার সে রাজ্যের বনমন্ত্রী ঈশ্বর খান্ডরের তরফে নির্মাতাদের নোটিশ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ছবির শুটিংয়ের জন্য বিনা অনুমতিতে জঙ্গলের বেশ কিছু গাছ কাটা হয়েছে।
২০২৪ সালে বেঙ্গালুরুর পিন্যা জঙ্গলে কয়েক হাজার গাছ কাটা হয় বলে অভিযোগ করেন খান্ডরে। ওই জমিটি ছিল ‘এইচএমটি’ (হিন্দুস্তার মেশিন টুলস)-র মালিকানাধীন। ঘটনাস্থল পরিদর্শন করার পর মন্ত্রী বিষয়টি বন দফতরকে তদন্তের নির্দেশ দেন। এ বার তার ভিত্তিতে ছবির নির্মাতাদের নোটিশ পাঠানো হয়েছে। খান্ডরে বলেন, ‘‘এটা গর্হিত অপরাধ। বিনা অনুমতিতে কয়েকশো গাছ কেটে ফেলা হয়েছে। আমরা দ্রুত আইনি পদক্ষেপ করতে চলেছি।’’ এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে এই নোটিসের কোনও উত্তর দেওয়া হয়নি।
‘টক্সিক’ ছবিটি এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। গত কয়েক বছরে ‘কেজিএফ’ সিরিজ়ের মাধ্যমে চর্চায় রয়েছেন যশ। গীতূ মোহনদাস পরিচালিত ছবিটির প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে যশের লুক নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা।