Yash Dasgupta

বড় পর্দায় একসঙ্গে যশ-মধুমিতা?

যশ এবং মধুমিতা ছোটপর্দায় সফল জুটি হলেও, সে সময়ে অফস্ক্রিন তাঁদের বিবাদের কথা শোনা যায়। যদিও মধুমিতা বললেন, যশের সঙ্গে ছবি করতে তাঁর আপত্তি নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

যশ ও মধুমিতা।

বড় পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। আর এ ছবির হাত ধরে আবার এসভিএফ-এ ফিরছেন যশও। এই জুটির ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকটি জনপ্রিয় ছিল। ছবি প্রসঙ্গে যশ বললেন, ‘‘গত বছরই আমাকে ও মধুমিতাকে জুটি করে ছবির কথা হয়েছিল। সৌমিক হালদার পরিচালনা করবেন বলেই শুনি। কিন্তু নানা কারণে তখন হয়নি। কিছু দিন আগে মণিদার (মহেন্দ্র সোনি) সঙ্গে আমাদের নিয়ে ছবির কথা হয় প্রাথমিক স্তরে। আগামী ফেব্রুয়ারিতে আমার ডেট নিয়েও কথা হয়।’’

Advertisement

এসভিএফের হাত ধরেই যশের বড় পর্দায় অভিষেক। পরপর ছবিও করেছেন। কিন্তু তার পর প্রযোজনা সংস্থার সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতার। যশের কথায়, ‘‘এসভিএফের সঙ্গে চুক্তি শেষ হলেও সাত বছরের সম্পর্ক। শ্রীকান্তদা (মোহতা) চলে যাওয়ার পর ছোটখাটো সমস্যা তৈরি হলেও, ভালবাসা একই আছে। তাই এখন আমার দিক থেকে ছবি করতে কোনও আপত্তি নেই। বাকিটা ওদের হাতে।’’

যশ এবং মধুমিতা ছোটপর্দায় সফল জুটি হলেও, সে সময়ে অফস্ক্রিন তাঁদের বিবাদের কথা শোনা যায়। যদিও মধুমিতা বললেন, যশের সঙ্গে ছবি করতে তাঁর আপত্তি নেই। তবে সংস্থা থেকে তাঁকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। যশের কথায়, ‘‘মধুমিতার সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে যা রটেছিল, তা গুজব। তবে এটা ঠিক যে, আমরা বেস্টফ্রেন্ড ছিলাম না। পুরোপুরি পেশাদার সম্পর্ক।’’

Advertisement

ছবি নিয়ে এসভিএফের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement