Yami Gautam

এখনও বিশ্বাসই করতে পারেন না ইয়ামি! ছ’মাসের ছেলেকে কোলে নিয়ে কী বললেন অভিনেত্রী?

গত ১০ মে ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের ঘরে আসে এক পুত্রসন্তান। তাঁর নাম রাখা হয়েছে বেদবিদ। অর্থাৎ, সকল বেদ জানেন যিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:২৮
Share:

পরিচালক স্বামী আদিত্য ধরের সঙ্গে অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত।

মাস ছয়েক আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। কিন্তু এখনও নাকি বিশ্বাসই করে উঠতে পারছেন না, তিনি একটি শিশুর মা। এমনকি ছেলের পরিচয় দিতে গেলেও নিজেই মাঝেমধ্যে চমকে ওঠেন। অভিনেত্রী এমনই দাবি করেছেন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে।

Advertisement

গত ১০ মে ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের ঘরে আসে এক পুত্রসন্তান। তাঁর নাম রাখা হয়েছে বেদবিদ। অর্থাৎ, সকল বেদ জানেন যিনি। ইয়ামি বলেন, “একই সঙ্গে নারায়ণ এবং মহাদেব এই নামের অধিকারী।” কিন্তু ছ’মাস ছেলের সঙ্গে কাটিয়ে ফেলার পরেও অভিনেত্রীর নাকি বিশ্বাস হয় না, তিনি একটি প্রাণের জন্ম দিয়ে ফেলেছেন। প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ইয়ামি বলেন, “হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর সকলে ছেলেকেই দেখতে চাইছিলেন, যেমন সব পরিবারে ঘটে থাকে। আমি চুপচাপ বসে পড়েছিলাম আদিত্যর পাশে। মনে হল, এর আগের আমার যে জীবন ছিল, তা ঝাপসা হয়ে গিয়েছে।” ইয়ামির দাবি, সন্তান জন্ম দেওয়া আসলে নতুন একটি প্রাণের জন্ম দেওয়া নয়। বরং নিজেরই একটা নতুন সত্তাকে জন্ম দেওয়া।

কেমন চলছে নতুন মায়ের জীবন? এই প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, “এখনও বিশ্বাসই করে উঠতে পারছি না, আমি মা হয়েছি। বিশেষত যখন কারও সঙ্গে কথা বলার সময় বেদবিদকে ‘আমার ছেলে’ বলে পরিচয় দিতে যাই, তখন অদ্ভুত অনুভূতি হয়। আর তখন যেন আরও একটু জোর দিয়ে বলি ‘আমার ছেলে’।”

Advertisement

আদিত্য নিজের ছবির কাজের মধ্যেও যে ছেলের দিকে যথেষ্ট নজর দেন, সে কথাও জানিয়ে দেন ইয়ামি। তিনি বলেন, “আদিত্য খুবই ভাল বাবা। ছেলেকে ঢেঁকুর তোলানোয় বিশেষজ্ঞ। ছেলেও বাবাকে খুব ভালবাসে। আদিত্যকে দেখলেই ওর মুখে যেন আলো জ্বলে ওঠে। প্রথমে একটু লজ্জা পায়। তার পর লাফিয়ে চলে যায় বাবার কাছে। আদিত্যও নিজের শুটিংয়ের ফাঁকে যখনই সময় পায় তখনই আমাদের কাছে চলে আসে। বেদবিদও আনন্দ পায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement