Celebrity Health Updates

প্রেম দিবসে শয্যাশায়ী ঋতাভরী! পায়ে চোট পেয়ে শুটিং থেকে দূরে, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাতারাতি পায়ে চোট পেয়ে বিছানায় অভিনেত্রী। পা ফুলে গিয়েছে তাঁর। হাঁটাচলা করতে পারছেন না। কী বলছেন চিকিৎসক?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩১
Share:
পায়ে চোট পেয়ে শয্যাশায়ী ঋতাভরী চক্রবর্তী।

পায়ে চোট পেয়ে শয্যাশায়ী ঋতাভরী চক্রবর্তী। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, প্রেম দিবসে ভালবাসার সময় নেই তাঁর। সকাল থেকে ব্যস্ত থাকবেন হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ়ে। বিধি বাম। ভ্যালেন্টাইন’স ডে-র ভোরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে শয্যাশায়ী ঋতাভরী চক্রবর্তী। আনন্দবাজার অনলাইনের কাছে এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর মা শতরূপা সান্যাল। জানিয়েছেন, বীভৎস ভাবে পা ফুলে গিয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাঁকে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে।

Advertisement

কথাপ্রসঙ্গে এ-ও জানিয়েছিলেন, চিত্রনাট্যকার সুমিতের জন্য অনেক খুঁজে পুরনো দিনের টাইপরাইটার কিনেছেন। বরাবর ভিন্ন ধারার উপহার দিতে ভালবাসেন ঋতাভরী। উপহার পেয়ে খুব খুশি সুমিত। এ বার ঋতাভরীর প্রতীক্ষা, সুমিত তাঁকে কী উপহার দেন। সে সব দুর্ঘটনায় বানচাল! অভিনেত্রীর মা আরও জানিয়েছেন, গত রাতে নিজের বাড়িতে যাওয়ার আগে মায়ের কাছে গিয়েছিলেন। সম্ভবত তখনই সিঁড়িতে পা মচকে যায় ঋতাভরীর। সে সময় ততটাও ব্যথা অনুভব করেননি। বুঝতে পারেননি, এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। “শুক্রবার সকালে উঠে ফোন করে বলল, মা পায়ে প্রচণ্ড ব্যথা। ভীষণ ফুলে গিয়েছে। মাটিতে পা ফেলতে পারছি না। দাঁড়াতেও পারছি না। তখনই চিকিৎসককে ফোন করি”, বললেন শতরূপা।

আপাতত ওষুধ চলছে। শুটিং পণ্ড অভিনেত্রীর। শুক্রবারের মধ্যে ব্যথা, পা ফোলা কমে যাবে, আশা করছেন তিনি এবং তাঁর মা। না কমলে এক্স-রে করাতে হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement