কাজল: <br> কখনই পুরো নাম ব্যবহার করেন না কাজল। বাবা সমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিবাহ বিচ্ছেদের পরই এই সিদ্ধান্ত <br> নিয়েছিলেন তিনি। কাজল মুখোপাধ্যায় থেকে পদবী ছেঁটে শুধুমাত্র কাজল নামটিই ব্যবহার করেন নায়িকা।
তামান্না: <br> পদবী ছেঁটে ফেলেছেন তামান্না ভাটিয়াও। সম্প্রতি সংখ্যাতত্ত্বের কারণে নিজের নাম থেকে পদবীটি বাদ দিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী।
তব্বু: <br> পুরো নাম তবস্সুম হাশমি। নায়িকার দাবি, জটিল নামের সমস্যা কাটাতেই তব্বু নাম ব্যবহার শুরু করেন তিনি।
রেখা: <br> আসল নাম ভানুরেখা গণেশন। কিন্তু নায়িকা হওয়ার পক্ষে সেই নাম বড্ড ভারী। তাই পদবী ও নামকে ঘষে মেজে ছোট করে নিয়েছিলেন রেখা।
আসিন: <br> তাঁর পদবী থট্টুমকল। উচ্চারণের পক্ষে এই পদবী বেশ জটিল হওয়ায় পদবীকে বাদ দিয়েছিলেন আসিন।
গোবিন্দা: <br> আসল নামটি ছিল বেশ বড়। গোবিন্দা অরুণ আহুজা। সেই নাম সরল করতে শুধুমাত্র প্রথম নামটিই ব্যবহার করেন গোবিন্দা।