Sreelekha Mitra

সিনেমা না ব্যক্তিগত ইগো, কে জিতল শ্রীলেখা-সৌকর্য তরজায়?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীলেখা,যেখানে তিনি বলেছেন ছোট্ট পপিনসের জন্য তিনি দুঃখপ্রকাশ করছেন না। বরং কী কারণে, কেন পপিনসের নামের জায়গায় তাঁর নাম এল সেটা পপিনস আর একটু বড় হলে তিনি নিশ্চয় বুঝিয়ে দেবেন।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ১৬:২৭
Share:

শ্রীলেখা ও সৌকর্য।

শ্রীলেখা-সৌকর্য তরজায় অবশেষে কি‘হার’ মানলেন ‘রেনবো জেলি’-র পরিচালক সৌকর্য ঘোষাল? আনন্দবাজার ডিজিটালকে সৌকর্য বললেন, ‘‘আমাকে অনুমেঘা বন্দ্যোপাধ্যায় (চরিত্রের নাম পপিনস্) ফোন করে বলে, ওর নামের জায়গায় শ্রীলেখা মিত্রর নাম দিতে। আমি ওই বাচ্চার অনুরোধ রেখেছি। নেটফ্লিক্সের সঙ্গে তো আমার ডিরেক্ট যোগাযোগ নেই। যে এজেন্সির মাধ্যমে ছবি নেটফ্লিক্সে গিয়েছিল তাদের সবটা জানাই। ওরা শ্রীলেখাদির নাম দিয়ে দেয়।’’

Advertisement

ঝগড়ায় কি তবে ইতি?

‘‘দেখুন বাচ্চা পপিনসের নামের বদলে আমার নাম, এই সব বলে সহানুভূতি দেখিয়ে লাভ নেই।খারাপ লাগল খুব, আমারমর্যাদা এ ভাবে আদায় করতে হল!’’ বলছেন শ্রীলেখা।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীলেখা,যেখানে তিনি বলেছেন ছোট্ট পপিনসের জন্য তিনি দুঃখপ্রকাশ করছেন না। বরং কী কারণে, কেন পপিনসের নামের জায়গায় তাঁর নাম এল সেটা পপিনস আর একটু বড় হলে তিনি নিশ্চয় বুঝিয়ে দেবেন। শ্রীলেখা এর সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ার বন্ধুদের যাদের সমর্থনে তিনি এই লড়াই চালিয়েছেন। পরিচালক অনীক দত্তের উদ্দেশে লিখেছেন, ‘‘তোমার বরুণবাবুর বন্ধুর মতো শিরদাঁড়ার জোর আমারও আছে তাহলে।’’

আরও পড়ুন: ও শেষ হয়ে গিয়েছে: শ্রীলেখা ।। উনি মিথ্যা বলে চলেছেন: সৌকর্য

আরও পড়ুন: হেমন্তর গাওয়া ‘গাঁয়ের বধূ’ সলিল শুনেছিলেন অন্তরীণ অবস্থায়

অন্য দিকে সৌকর্য নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘পপিনসকে স্যাক্রিফাইজ করতে হল। ব্যক্তিগত ইগো সিনেমার উপরে, সেটা বোঝা গেল।’’

‘রেনবো জেলি’-র ক্রেডিট লাইন নিয়ে তরজার এখানে শেষ হলেও সৌকর্য যে তাঁর কয়েকটি প্রশ্নের উত্তর পেলেন না, সে বিষয়ে বিরক্তি প্রকাশ করলেন আনন্দবাজার ডিজিটালের কাছে। তিনি বললেন, ‘‘নেটফ্লিক্সের কে শ্রীলেখা মিত্রকে বলেছিলেন যে আমি ওঁর নাম বাদ রাখতে বলেছি? সেটা জানতে পারলাম না। আমি তো ছবিতে অ্যাপিয়ার‌্যান্স অনুযায়ী নাম রেখেছিলাম। সে দিক থেকে শান্তিলালেরও পরে ছিল শ্রীলেখার নাম। পেমেন্ট নিয়েও যে প্রশ্ন করেছিলাম, পেলাম না তার উত্তর।’’ তবে সৌকর্য পরিষ্কার জানান, তিনি এর মধ্যে আর নিজেকে জড়িয়ে রাখতে চান না। তাঁর লেখাপড়ার কাজে ব্যাঘাত ঘটছে এই অবস্থায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement