যদিও তাঁর বেশ কিছু বক্স অফিসে সে ভাবে সাফল্য পায়নি বেশ কিছুদিন হল। তবুও রণবীর কপূর একটি ছবিতে অভিনয় করার জন্য আয় করেন ১৫ থেকে ১৮ কোটি টাকা।
বরুণ ধবনের সময়টা বেশ ভালই যাচ্ছে। সম্প্রতি বরুণ অভিনীত ‘জুড়য়া ২’ ২০০ কোটির কোঠা পেরিয়ে গিয়েছে। তিনি এই মুহূর্তে ছবি প্রতি ১২ থেকে ১৫ কোটি টাকা করে রোজগার করছেন।
২০১৬ সালটা ভীষণ ভাল ছিল শাহিদ কপূরের জন্য। তবে ২০১৭ সাল খানিকটা ম্লানই বটে তাঁর জন্য। হাতে রয়েছে বড় রিলিজ ‘পদ্মাবতী’। এই নায়ক ১০ থেকে ১২ কোটি টাকা করে পান একটি ছবিতে অভিনয় করার জন্য।
২০১০ সালে অভিনয়ে ডেবিউ করলেও তাঁর কেরিয়ারগ্রাফ হিরেয় মোড়া। এক-একটি ছবিতে অভিনয়ের জন্য ৮ থেকে ১২ কোটি চার্জ করেন রণবীর সিংহ।
ছোটপর্দায় শুরুটা হলেও বড় পর্দায় এখন সুশান্ত সিংহ রাজপুতের রমরমা। তিনি একটি ছবিতে অভিনয়ের জন্য পাচ্ছেন ৫ থেকে ৭ কোটি টাকা।
পাঁচ বছর আগে ‘ইশকজাদে’ ছবিতে আত্মপ্রকাশ ঘটেছিল অর্জুন কপূরের। এই মুহূর্তে ৫ থেকে ৭ কোটি টাকা করে আয় করছেন প্রতি ছবিতে।
বরুণ ধবনের সঙ্গে কেরিয়ার শুরু করলেও তিনি বক্স অফিসে তেমন ক্যারিশ্মা দেখাতে পারেননি। তবে সিদ্ধার্থ মলহোত্র এক একটি ছবিতে অভিনয় করার জন্য পান ৩ থেকে ৫ কোটি টাকা।
আয়ুষ্মান খুরানার আয়ও কিছু মন্দ নয়। একটি ছবিতে অভিনয় করতে ৩ থেকে ৫ কোটি টাকা রোজগার করছেন এই অভিনেতা।
টাইগার শ্রফের ডেবিউ ফিল্ম কামাল দেখিয়েছিলেন ঠিকই। তবে এর পরে ছবিগুলি মুখ থুবড়ে পড়েছিল। টাইগার একটি ছবিতে অভিনয়ের জন্য আয় করছেন ৩ থেকে ৫ কোটি টাকা। তবে শোনা যাচ্ছে পরবর্তী ছবিতে অভিনয় করার জন্য তিনি ৭ কোটি টাকা চার্জ করতে চলেছেন।