aamir khan

Aamir Khan : বাবার সঙ্গে অন্য নারীর সম্পর্ক, ‘গজনি’ মুক্তির আগে অস্বস্তিতে আমির

আশির দশক থেকে বলিপাড়ায় রাজত্ব তাঁর। ছবি মুক্তির আগে কী ঘটেছিল আমিরের সঙ্গে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৭:৪১
Share:

কী ঘটেছিল আমিরের সঙ্গে?

সেই আশির দশক থেকে বলিপাড়ায় খানেদের রাজত্ব। তাঁদের মধ্যে অন্যতম নাম আমির খান। অনেকে আবার তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেও ডাকেন। কিন্তু তারকা হওয়ার যেমন সুবিধাও আছে, তেমনই রয়েছে বেশ কিছু সমস্যা।

Advertisement

এই যেমন সকলের সামনে কিছু বলতে হলে অনেক বার ভেবে তারপর মুখ খুলতে হয়। আবার এমন কিছু রটে যায়, যা হয়তো তিনি নিজেও জানেন না, আবার কখনও সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়েন।

এই যেমন আমির। তাঁর অভিনয় মুগ্ধ সবাই। কিন্তু ‘গজনি’ ছবির প্রচারের সময় পড়েছিলেন মহাসমস্যায়। অভিনেত্রী জিয়া খান নাকি নায়কের সৎবোন। ইন্ডাস্ট্রিতে রটেছিল এমনই সব কথা। শোনা যায়, জিয়ার মা রবিয়া আমিনের সঙ্গে এক কালে সম্পর্কে ছিলেন আমিরের বাবা তাহির হুসেন। মুম্বইয়ের এক সংবাদ সংস্থার তরফে বলা হয় জিয়া খান নায়কের সৎবোন।

Advertisement

আমিরের ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছিলেন জিয়া। পরে অক্ষয়ের সঙ্গে ‘হাউসফুল’ ছবি অভিনয় করেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement