ইতালির লেক কোমোতে দীর্ঘ দিনের বন্ধু আনন্দ পিরামলের সঙ্গে আংটি বদল করলেন ঈশা অম্বানী। তবে সোশ্যাল মিডিয়ায় ঈশার এনগেজমেন্ট ভেনুতে হাজির তারকাদের শেয়ার করা ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। মানুষজন রীতিমতো চমকে গিয়েছেন নর্দান ইতালির এই লেক কোমোর ডেকোরেশন দেখে। এই লেক কোমো সমন্ধেই কিছু তথ্য জেনে নেওয়া যাক।
হলিউডের প্রথম সারির তারকাদের ঢুঁ মারার জায়গা এই লেক কোমো। আর এই লেকের আকার এক্কেবারে ইংরেজি বর্ণমালার ওয়াই-এর মতো। ইতালির তৃতীয় বৃহত্তম এই লেকের আয়তন প্রায় ১,৩৪৫ ফুট।
লেকের পাশেই ‘দ্য ভিলা ডি এস্টে’-তেই আংটি বদল করেন আনন্দ এবং ঈশা। বিশ্বের সেরার সেরা রোম্যান্টিক জায়গাগুলির একটি এই ভিলা। রিসর্টটি নর্দান ইতালির ল্যাম্বার্ড অঞ্চলে আল্পস পর্বতমালার একদম গা ঘেঁষে অবস্থিত।
১৫৬৮ সালে তৈরি হয় ‘দ্য ভিলা ডি এস্টে’। সুন্দর কারুকার্য, চোখ ধাঁধানো সব আসবাবপত্র— সব মিলিয়ে এই ভিলার পরতে পরতে লুকিয়ে আছে আভিজাত্যের ছাপ।
মডার্ন ইউরোপিয়ান স্থাপত্যের ছাপ রয়েছে এই ভিলায়। তবে ভিলার সৌন্দর্য আরও বেড়েছে বিখ্যাত ইতালিয়ান আর্কিটেক্ট জিউসেপ্পে তের্রাগ্নি হাতের ছোঁয়ায়।
মোট ১৫২ রুম রয়েছে এই ভিলার অন্দরে। নানান সময়ের নানান ভিনটেজ আসবাবপত্র দিয়ে সাজানো এই ভিলা। ভিলায় মানুষজনকে সবসময়ের জন্য সেলাম ঠোকে আল্পস পর্বতমালা।
জর্জ ক্লুনি থেকে জুলিয়া রবার্টস, আন্তনিও বান্দেরাস, ডেভিড বেকহ্যামরাও প্রায়শই ছুটি কাটাতে আসেন এই লেক কোমোতে। কারও তো আবার নিজস্ব ভিলাও রয়েছে লেক কোমোতে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্লেয়ার ক্রিস স্মলিং তাঁর স্ত্রী স্যাম কুকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন এই লেক কোমোতেই।