অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে স্টুডিয়োপাড়ায় ‘সাংভি’ নামেই পরিচিত অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে স্বয়ম্ভুর বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্য দিকে আবার চুটিয়ে ভ্লগও করেন তিনি। প্রেরণার রোজনামচার বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি হয়। মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বের ঝলকও দেখা যায় সেই ভিডিয়োয়। আর তাঁদের ভিডিয়ো দেখলেই বোঝা যায় সোনার গয়নার প্রতি ঠিক কতটা ঝোঁক তাঁদের।
মা এবং মেয়ে দু’জনেই যে সেজেগুজে গয়না পরতে ভালবাসেন তা তাঁদের অনেক ভিডিয়োতেই স্পষ্ট। অক্ষয়তৃতীয়ায় কি কোনও বিশেষ নিয়ম পালন করেন প্রেরণা? এই বিশেষ দিনে কি তাঁদের গয়না কিনতেই হবে? এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, “মা সোনার গয়না পরতে ও কিনতে খুব ভালবাসেন। তাই দাম বাড়লেও যে মা গয়না কেনা কমিয়ে ফেলবেন তেমনটা আমি আশা করছি না।” সারা বছরই স্বর্ণকারের কাছে একটা নির্দিষ্ট টাকা জমা রাখেন তাঁরা। সেই টাকা জমিয়ে সহজেই বছরে একটা গয়না কিনে ফেলতে পারেন। প্রেরণা বলেন, “প্রতি মাসেই যেহেতু একটা নির্দিষ্ট টাকা জমা দিই, তাই দাম বাড়লেও সেটা যে খুব প্রভাব ফেলবে তেমনটা নয়। অক্ষয়তৃতীয়ায় আমরা ছোট হলেও কিছু না কিছু গয়না কিনিই। এই বছরও তেমনটাই হবে হয়তো।” আপাতত ধারাবাহিক ছাড়াও নিজের ভ্লগিংয়ে মন দিয়েছেন অভিনেত্রী। এ ক্ষেত্রে সুবিধা হল নিজে স্বাধীন ভাবে কাজ করতে পারছেন। তাই এই ভ্লগিং বেশ উপভোগ করছেন প্রেরণা।