সামনের মাসেই দেশ বিদেশ মিলিয়ে হাজার দু’য়েক সিনেমা হলে মুক্তি পাবে ডিজনির বিউটি অ্যান্ড বিস্ট। ১৯৯১ এর সেই বিখ্যাত অ্যানিমেটেড ছবির রিমেক বিউটি অ্যান্ড বিস্ট। নামটাও এক। প্রযোজকও ছিল ডিজনিই। বদলেছেন কেবল কলাকুশলীরা। কেন না ’৯১ এর সিনেমা যে ছিল অ্যানিমেটেড। সেই সময় বেশির ভাগ বিশেষজ্ঞই এই ফিল্মকে ত্রুটিহীন বলেছিলেন। তা হলে ত্রুটিবিহীন ছবির আবার রিমেক কেন?
ছবিতে বেলের চরিত্রে অভিনয় করছেন এমা ওয়াটসন। ২৬ বছরের এই ব্রিটিশ অভিনেত্রীর দাবি, “পুরনো ছবির থেকে এই ছবিতে দর্শক আলাদা বার্তা পাবেন।” ছবিতে একটি গানও গেয়েছেন এমা ওয়াটসন। নতুন সিনেমাটির পরিচালনা করছেন বিল কন্ডন। ছবিতে এমা ছা়ড়াও অভিনয় করছেন ডান স্টিভেন্স, এওয়ান ম্যাকগ্রেগর, জস গাড, ইয়ান ম্যাককেলান, লিউক ইভান্স। আগামী ১৭ মার্চ মুক্তি পাবে এই ছবি।
ছবির শুরুতেই দেখা যায় ছেলেরা স্কুলে যাচ্ছে আর মেয়েরা লন্ড্রিতে লাইন দিয়ে দাঁড়িয়ে। বেলে অর্থাৎ এমার চরিত্রটি এক্কেবারে বইয়ের পোকা। বেলে একটি ওয়াশিং মেশিন আবিষ্কার করে যা টুকটাক কাজকর্মেও সাহায্য করে। ফলে অন্য মেয়েরা যখন পড়ার সময় পায় না, এমা তখন ডুবে থাকে বইয়ে। এমার বক্তব্য, “তাঁরা ভাবতেই পারে না যে মেয়েরাও পড়াশোনা করতে পারে।” এর এই কারণেই এই ছবি এমার কাছে একটু আলাদা। তবে সিনেমার বাকি টুইস্টগুলোর ব্যাপারে তিনি একেবারেই হাঁড়ি ভাঙতে ইচ্ছুক নন।
আরও পড়ুন: কেন পদবী ব্যবহার করেন না কাজল, আসিন-রা?
দেখুন ভিডিও: