sonam kapoor

Sonam Kapoor: চার মাসের অন্তঃসত্ত্বা, মাতৃত্বের খবর আড়াল করতে কতটা কাঠখড় পুড়িয়েছেন সোনম?

গত কয়েক মাসে অনিল-কন্যার গতিবিধিই আভাস দিয়েছে তাঁর নতুন অধ্যায়ের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৫:০৩
Share:

সোনমের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

গুঞ্জন আজকের নয়। সোনম কপূর অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে অবিরাম কাটাছেঁড়া চলেছে গত সাত মাস ধরে। অভিনেত্রী যদিও মুখে কুলুপ এঁটেছিলেন। চুপ ছিলেন পরিবারের সদস্যরাও। কিন্তু গত কয়েক মাসে অনিল-কন্যার গতিবিধিই আভাস দিয়েছে তাঁর জীবনের নতুন অধ্যায়ের।

গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ছবি পোস্টের ক্ষেত্রে সাবধানী হয়েছেন সোনম। বেশির ভাগ সময়ে তিনি ‘থ্রোব্যাক’ অর্থাৎ পুরনো ছবি দিতেন। বাকি ছবিগুলিতে সোনম নিজের শারীরিক পরিবর্তন আড়াল করেছেন সুকৌশলে। কখনও বসা বা দাঁড়ানোর ভঙ্গিতে, কখনও আবার ঢলঢলের পোশাকের সাহায্যে মাতৃত্বের চিহ্ন লুকিয়েছেন তিনি।

Advertisement

সাজপোশাক নিয়ে আগাগোড়াই পরীক্ষানিরীক্ষা করেন সোনম। তবে দীর্ঘ সময় ধরে আরামদায়ক পোশাকে জনসমক্ষে এসেছেন তিনি। বেশির ভাগ সময় বেছে নিয়েছেন ঢলঢলে শার্ট বা ওভারকোট। এমনকি তালিকা থেকে বাদ পড়েছে শখের হিল।

অবশেষে জানা গিয়েছে, সোনম অন্তঃসত্ত্বা। তাঁর এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের অগস্ট মাসে সন্তানের জন্ম দেবেন অনিল-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement