Rudranil Ghosh

'ব্যারিকেড পর্যন্ত সবাই সুশৃঙ্খল, মণ্ডপে ঢুকলেই বিশৃঙ্খলা?' হাইকোর্টের রায়ে দ্বিধায় রুদ্রনীল

অভিনেতার দাবি, নিষিদ্ধ জিনিস দেখতে সব মানুষেরই বেশি আগ্রহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ২০:২৯
Share:

রুদ্রনীল ঘোষ।

‘‘এ যেন আবেগ আর অসুখের যুদ্ধ! মাননীয় হাইকোর্ট যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাংলার প্রতিটি মানুষের ভালর জন্যই। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তার পরেও প্রশ্ন জাগছে, ৫ বা ১০ মিটার ব্যারিকেডের বাইরে সবাই সুশৃঙ্খল থাকবেন। মণ্ডপে পা রাখলেই সবাই বিশৃঙ্খল হয়ে পড়বেন?’’ হাইকোর্টের রায় নিয়ে আপাতত এই দ্বন্দ্বে ভুগছেন রুদ্রনীল ঘোষ।

Advertisement

পুজো নিয়ে গতকালই হাইকোর্টের নির্দেশ, সব মণ্ডপ ‘নো এন্ট্রি’ জোন। ১০ মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হবে। সেখান থেকে মণ্ডপ দেখবেন দর্শনার্থীরা। এই খানেই দ্বিধান্বিত রুদ্রনীল। জানালেন আনন্দবাজার ডিজিটালকে, ‘‘প্যান্ডেলের ভিতরে ঢুকলে গাদাগাদি হবে। দূর থেকে দেখলে কি সেই ভিড় হবে না? না, সংক্রমণ ছড়াবে না!’’

অভিনেতার দাবি, নিষিদ্ধ জিনিস দেখতে সব মানুষেরই বেশি আগ্রহ। ফলে, ‘নো এন্ট্রি’ জোন দেখতেই যে সাধারণ মানুষ ভিড় জমাবেন না আরও বেশি করে, কে বলতে পারে? তাই তাঁর যুক্তি, এর চেয়ে উচ্চ আদালত পরিস্থিতি বিচার করে হয় রায় দিক নির্দেশিকা মেনে পুজোর পক্ষে। নয়তো বন্ধ থাক পুজো একটা বছর। সাধারণের ভালর জন্যই।

Advertisement

আরও পড়ুন: পুজোয় মেয়ের জন্য নিজের হাতে জামা বানাচ্ছেন কনীনিকা?

একই সঙ্গে রুদ্রনীল তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কবিতা ‘মধ্যিখানে মধ্যবিত্ত’-র একটি দিকেও আঙুল রেখেছেন। বলেছেন, অনেক চাকুরিজীবীর এ বছর বোনাস হয়নি। তাঁরা ধার করেছেন পুজোর কেনাকাটার জন্য। মহামান্য আদালত এই রায় যদি আরও কয়েকদিন আগে ঘোষণা করতেন, তা হলে আর হাত পাততে হত না তাঁদের।

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy) on

আরও পড়ুন: সাহসী দৃশ্য থেকে আধ্যাত্মিক শো-এর সাবেকিয়ানা, জনপ্রিয় এই নায়িকা এখন বিস্মৃত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement