মিমি চক্রবর্তী।
করোনার ত্রাসে আতঙ্কিত বিশ্ব। এই সময়ে হোম কোয়রান্টিনে থেকেও অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তী করোনা সম্পর্কে নানা সচেতন বার্তায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন মিমি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিমি তাঁর প্রেমিকের করোনা টেস্ট করেছেন। রিপোর্ট এসছে। মিমির বিপরীতে তাঁর প্রেমিকের চরিত্রে সোহম। প্রেমিককে সতর্ক করছেন মিমি, ‘সরকারি নিয়ম মেনে বাড়িতে না থাকলে আমি প্রেম করব না’ ।
আসলে কী বলতে চাইছেন মিমি?
সম্পর্ক, বন্ধুত্ব প্রেম সব ঠিক থাকবে, যদি সরকারি নিয়ম মেনে মানুষ নিজেদের গৃহবন্দি রাখেন। প্রেমিক বলে লকডাউনের জমানায় কেউ পার পাবে না- এমনটাই বার্তা দিচ্ছেন সাংসদ।
আরও পড়ুন- মাছি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস, ভিডিয়ো বার্তায় হুঁশিয়ারি অমিতাভের
দেখুন মিমির ইনস্টাগ্রাম পোস্ট
A post shared by Mimi (@mimichakraborty) on
গতকাল ইমিউনিটি বাড়ানোর জন্য চায়ের রেসিপি শেয়ার করে মানুষকে সচেতন করেছিলেন তিনি। আজ এই অভিনব ভিডিয়ো। লকডাউন আর সুস্থতা এই মুহূর্তে এই দুই বিষয়ের ওপর জোর দিচ্ছেন মিমি।