Nepotism in the industry

‘স্বজনপোষণকে আমরাই আদর করে বয়ে বেড়াচ্ছি’, টুইটে বলিউডকে দুষলেন সুস্মিতা সেন

সুস্মিতার জোরালো সওয়াল, স্বজনপোষণ যেমন ছিল তেমনই বলিউডের ‘ভেতর’ আর ‘বাইরের লোক’রাও ছিলেন, আছেন, থাকবেন। সবাই জানেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ১৬:৫১
Share:

সুস্মিতা সেন। ফাইল চিত্র।

তিনিও স্বজনপোষণের শিকার। দিন দুই আগে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে টুইটে এ কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন। এ বার বিষয়টি নিয়ে আরও বিশদে মুখ খুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Advertisement

সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণের জন্য বলিউডের নেপোটিজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক ঝাঁক তারকা। তাঁদের দিকে পাল্টা আঙুল তুললেন সুস্মিতা, ‘‘স্বজনপোষণের বিরুদ্ধে আঙুল তোলার আগে সবার মনে রাখা উচিত, আমরাই কিন্তু একে আদর করে যুগের পর যুগ বয়ে বেড়াচ্ছি। একা এক জনের পক্ষে এ সব করা সম্ভব নয়।’’

সুস্মিতার জোরালো সওয়াল, ‘‘স্বজনপোষণ যেমন ছিল তেমনই বলিউডের ‘ভেতর’ আর ‘বাইরের লোক’রাও ছিলেন, আছেন, থাকবেন। সবাই জানেন। তবু সুশান্তের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সবাই এমন ভাবে বলছেন, যেন এই প্রথম শুনছেন এ সব! কই, এত দিন বিষয়গুলি নিয়ে কেউ তো একটা শব্দও খরচ করেননি!’’

Advertisement

আরও পড়ুন: কী পরিকল্পনা করেছিলেন আর কোথায় সময় কাটাচ্ছেন দেখুন পূজা বত্রা

সুস্মিতা নিজেও দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন। অভিনয় নিয়ে তাঁকেও সমালোচনা শুনতে হয়েছে প্রচুর। সেই ক্ষোভ কি এই সুযোগে উগরে দিচ্ছেন সেন সুন্দরী? এমন প্রশ্নও কিন্তু ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সুন্দর ছবির পিছনের রহস্য সামনে আনলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার

যদিও তাকে বুড়ো আঙুল দেখিয়ে ‘সুশ’ তাঁর মতো করেই অকপট: ‘‘এক দিনে যেমন অচলায়তন গড়ে ওঠে না, এক দিনে তাকে ভাঙাও যায় না। কেউ চেষ্টাও করেননি এত দিন ভাঙতে। সুশান্ত প্রথম সারির অভিনেতা ছিলেন। তাই তাঁর মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে এত শোরগোল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement