সোহিনীকে শট বুঝিয়ে দিচ্ছেন বিরসা।
শাড়ি, সিঁদুরের আটপৌরে চেহারা। ঘরোয়া বউটি কখনও বাজার করছে। কখনও বা ছাদে লুকিয়ে কাঁদছে, একলা। বউটি রূপা। ‘ক্রিসক্রস’-এর রূপা, ওরফে সোহিনী সরকার।
আগামী ১০ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘ক্রিসক্রস’। তার আগে সোহিনীর রূপা হয়ে ওঠার নেপথ্য কাহিনি শেয়ার করেছে টিম ‘ক্রিসক্রস’। সেখানেই সোহিনী দাবি করলেন, ‘বিরসাদা কথা শোনায়…।’ কেন এ কথা বললেন অভিনেত্রী?
আসলে বিরসার সঙ্গে এটা সোহিনীর দ্বিতীয় ছবি। এর আগে ‘সব ভূতুড়ে’তে এক সঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সোহিনীর দাবি, সেই ছবিতেও তাঁর চরিত্রের মুখে কোনও হাসি ছিল না। আর এ বারও নেই। এ ছাড়া শটে পরিচালকের সামনে নাকি সব সময় সিরিয়াস থাকতে হয়। না হলেই নাকি তিনি কথা শোনান। আসলে মজা করেই অফস্ক্রিনের এই কাহিনি শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন, প্রেম ছাড়া কি আর প্রশ্ন নেই? বলছেন সোহিনী
এই ছবিতে সোহিনীর সঙ্গে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। তাঁকে অন্য রকম চরিত্রে দেখা যাবে। পাঁচটি মেয়ের কাহিনি নিয়ে গল্প বুনেছেন বিরসা। সোহিনী ছাড়াও মিমি চক্রবর্তী, নুসরত, প্রিয়ঙ্কা সরকার এবং জয়া আহসানের অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে।