‘উমা’র চার চরিত্র।
‘উমা’ আসছে। দুর্গাপুজো নিয়ে আসছে। বাবা-মেয়ের গল্প নিয়ে আসছে। ফুরিয়ে যাওয়া সময়কে বন্দি করতে আসছে।
সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পয়লা বৈশাখের আগেই মুক্তি পেল এই ছবির টিজার।
সৃজিতের কথায়, ‘‘উমার টিজার আমাদের বেঁচে থাকার আশা দেয়। সেটাই আমি ছবিতে বলার চেষ্টা করেছি।’’
এক অসুস্থ কানাডিয়ান ছেলে ইভানের ক্রিসমাস দেখার শেষ সাধ পূরণ করার জন্য তাঁর বাবা ক্রিসমাসের আগেই ছেলের জন্য উৎসবের আলো জ্বালিয়ে ফেরেন। ইভানের সময় ফুরিয়ে আসছিল। তাই সময়কে বন্দি করেছিলেন তাঁর বাবা। ২০১৫-র এই ঘটনার পর ইভান পরিচিত হয়, ‘দ্য বয় হু মুভড ক্রিসমাস’ নামে।
আরও পড়ুন, ফিরতে চান? আপনাদের জন্য সাজেশন দিলেন স্বস্তিকা
সেই গল্প পড়ে কেঁপে উঠেছিলেন সৃজিত। তখনই তা ফ্রেমবন্দি করার সিদ্ধান্ত নেন। তবে ক্রিসমাস বদলে যায় দুর্গাপুজোয়। সৃজিত শেয়ার করলেন, ‘‘ইভানের গল্প আমাদের যে ভাবে আশার কথা বলে, একতার কথা বলে, উমাও ঠিক তাই।’’