ছবির দৃশ্যে রুক্মিণী মৈত্র।
দুবাইতে পাচার হয়ে গিয়েছে মেয়ে। অসহায় বাবা প্রশাসনকে চিঠি লিখে জানাচ্ছেন। কিন্তু আদৌ কি কোনও ব্যবস্থা হবে? মেয়েকে ফিরিয়ে আনতে পারবেন অসহায় বাবা?
ঠিক এ ভাবেই মেয়ে পাচারকে কেন্দ্র করে আসন্ন ছবি ‘কিডন্যাপ’-এর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক রাজা চন্দ। ছবিটি মুক্তি পাবে আগামী ৫জুন। রবিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার।
‘কিডন্যাপ’-এ এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রয়েছেন দেব। এই প্রথম দেবের প্রোডাকশনের বাইরে জুটি বেঁধেছেন দেব-রুক্মিণী।
আরও পড়ুন, যমজ সন্তানের প্রথম ছবি প্রকাশ করলেন সম্রাট-ময়না
দেব আগেই জানিয়েছেন, এই ছবি কনটেন্ট ওরিয়েন্টেড কর্মাশিয়াল ছবি। লোকেশন, কস্টিউম-সহ সব দিক থেকেই যতটা রিয়েল করা সম্ভব, তারই চেষ্টা করেছে গোটা টিম। জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে এ ছবির গান ইতিমধ্যেই ভাল লেগেছে সোশ্যাল অডিয়েন্সের। সব মিলিয়ে এখন শুধুই ছবি মুক্তির অপেক্ষা। দেব জানিয়েছেন, লোকসভা নির্বাচনের উত্তাপেও ২৩মে ভোটের ফল নয়, বরং ৫জুন ‘কিডন্যাপ’ রিলিজ নিয়েই টেনশনে তিনি।
আরও পড়ুন, বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন রাজ-শুভশ্রী, দেখুন ভিডিয়ো
(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)