ছবির দৃশ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আরফিন শুভ।
নমাজ পড়া শেষ। অ্যাপ্রন পরে রান্না করছে তরুণ।
সদ্য সরস্বতী পুজোর অঞ্জলি শেষ করেছে মেয়েটি। আটপৌরে রান্নাঘরে ছড়িয়ে সবজি। তার মাঝে বসেই নিপুণ হাতে রান্না করে চলেছে সে।
এই দুই রাঁধুনির গল্পকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক রঞ্জন ঘোষ। ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় সদ্য মুক্তি পেল এই ছবির টিজার।
ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ। ‘আহা রে’র বিষয় কী? রঞ্জন আগেই জানিয়েছিলেন, আহার থেকে আহা রে। আবার আহা রে বলতে ইমোশনও বোঝায়। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে এই ছবির গল্প।
আরও পড়ুন, পরকীয়া মানেই গুজগুজ নয়, সম্মানেরও হতে পারে, বললেন কৌশিক
রঞ্জনের কথায়, ‘‘এই দু’জনই খেতে এবং রান্না করতে ভালবাসে। খাবার এবং রান্নার মধ্যে যে শিল্প আছে তার প্রতি এরা দু’জনেই কমিটেড। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে জীবনযুদ্ধ, দায়িত্ববোধের কথাও বলা হচ্ছে। আসলে আমাদের প্রত্যেকের ধর্মের পরিচয়গুলো কতটা ব্যাকসিটে থাকা উচিত, এগুলো যে একেবারেই ম্যাটার করা উচিত নয়, সে নিয়েই গল্প।’’
ছবির টিজার ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শক। এ বার মুক্তির অপেক্ষা।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)