ছবির একটি দৃশ্যে দেবলীনা দত্ত।
চেনা কবিতা যদি গান হয়ে যায়? বদলে যায় তার চেহারা। রঙ ছড়ায় নতুন আকাশে।
এই পরীক্ষাই করেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর আসন্ন ছবি ‘ইউনিকর্ন’-এ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ‘দ্য সলিটারি রিপার’কে গান হিসেবে ছবিতে ব্যবহার করেছেন পরিচালক। সদ্য মুক্তি পেয়েছে গানটি। আর এখনই তা রয়েছে সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায়।
তথাগত মুখোপাধ্যায় তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে বুনেছেন এই মেয়ের গল্প। বংশ পরম্পরায় যে একটি কাঁথা বোনে। সেই কাঁথার হাত ধরেই কখনও মেয়েটি পৌঁছে যায় সমুদ্রের গভীরে। রঙিন মাছেরা তখন তার প্রতিবেশী। কখনও বা অচেনা কোনও দেশে...।
তথাগতকে আপনি চেনেন মূলত অভিনেতা হিসেবে। তবে এর আগেও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘ইউনিকর্ন’ তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। তিনি শেয়ার করলেন, ‘‘গল্পের মেয়েটি অর্থাত্ অপলা, বিশ্বাস করে কাঁথাটাই তাকে উদ্ধার করবে। এটা আসলে মুক্তির গল্প। রূপকথার গল্প। আমাদের চারপাশের খাঁচা থেকে মুক্তি। যেখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা রয়েছে।’’
আরও পড়ুন, ‘জিন্দেগি এক সফর’… মুক্তি পেল ‘কিশোর কুমার জুনিয়র’-এর নতুন গান
চিরঞ্জিত্ চক্রবর্তী, দেবলীনা দত্তের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। আপাতত সাবটাইটেলের কাজ চলছে। চলছে রিলিজের আগে শেষ পর্যায়ের ব্যস্ততা। তবে কিছু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর ছবিটি রিলিজ করাতে চান তিনি।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)