ছবির দৃশ্যে ঋত্বিক, শাশ্বত এবং রাইমা।
‘বন্ধু মানেই অবুঝ অভিমানী...’ মনে পড়ছে বন্ধুর কথা? রূপঙ্করের গলায় এ গান শুনে আপনারও বন্ধুর কথা মনে পড়বেই। আর বন্ধু বিলাসী হতে দর্শককে এ সুযোগ করে দিল চূর্ণী গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘তারিখ’। মুক্তি পেল এই ছবির নতুন গান।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের লেখা এই গান কম্পোজ করেছেন রকেট মন্ডল। মিউজিক প্রোডাকশন এবং প্রোগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন রাজা নারায়ণ দেব। ‘তারিখ’ মনে করিয়ে দেয় ‘বন্ধু মানেই তোমায় ফিরে পাওয়া’।
‘নির্বাসিত’ চূর্ণী পরিচালিত প্রথম ছবি। সে ছবিতেই মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন তিনি। তাই তাঁর পরের ছবির জন্য অপেক্ষা ছিল। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ট্রেলার। সেখানও রয়েছে আলাদা ঘরানার ছাপ। ট্রেলারে চরিত্রদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নেই। বরং তারিখ মেনে ঘটনাবলী এগোয়।
চলতি হাওয়াদের সোশ্যাল মিডিয়ায় বাস। প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক এমনকি কখনও মৃত্যুরও সাক্ষী থাকছে সোশ্যাল ওয়াল। সে সব মুহূর্তদেরই ফ্রেমবন্দি করে সম্ভবত গল্প বুনেছেন পরিচালক। শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, জুন মাল্যর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলেই।
আরও পড়ুন, নিজের সম্পর্কে গসিপ মেগা সিরিয়াল মনে হয়েছিল সন্দীপ্তার!
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)