নিঃসন্দেহে শ্রাবন্তীর জীবনে এ এক নতুন ইনিংস। নায়িকা জ্যোতিষে বিশ্বাস করেন। জন্মস্থানে বিয়ে করতে বলেছিলেন জ্যোতিষী। শ্রাবন্তীর জন্ম অমৃতসরে। সে কারণেই ওখানে বিয়ে করেছিলেন।
গায়ে হলুদের অনুষ্ঠানে শ্রাবন্তী। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা।
শ্রাবন্তী এবং রোশনের একই বছর, একই দিনে জন্ম। নায়িকার কথায়, ‘‘ওর ফ্যামিলি ভীষণ ভাল। ওর মা সিঙ্গল মাদার। ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন। আমিও ছেলেকে একাই বড় করছি। স্ট্রাগল করছি। সেটা উনি দেখেছেন। ওর দিদি, জামাইবাবুরা আমাকে খুব ভালবাসে। সম্মান দেয়। আমার বাবা-মাকেও খুব সম্মান দিয়েছে। দুই বাড়ি থেকেই আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’’
শ্রাবন্তী জ্যোতিষে বিশ্বাস করেন। জন্মস্থানে বিয়ে করতে বলেছিলেন জ্যোতিষী। শ্রাবন্তীর জন্ম অমৃতসরে। সে কারণেই ওখানে বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি।
পুরো পাঞ্জবি মতে বিয়ে করেছেন শ্রাবন্তী-রোশন। কোনও বাঙালি অনুষ্ঠান হয়নি। সব ব্যবস্থা করেছিলেন রোশনের আত্মীয়-বন্ধুরা।
বিয়ের পর থেকে কখনও হনিমুন, কখনও পার্টি, কখনও বা বাড়ির পুজোয় দম্পতি সময় কাটিয়েছেন। সে সব ছবিও শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে।
ছেলে অর্থাত্ ঝিনুকের মতামত ছাড়া কোনও কাজ করেন না শ্রাবন্তী। এই বিয়েতে খুশি ঝিনুক। রোশন এবং ঝিনুকের সঙ্গে শ্রাবন্তী।
সুখী দম্পতি। বিয়ের পর আপাতত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন রোশন এবং শ্রাবন্তী।