ছবির দৃশ্যে উজান-অবন্তিকা।
‘জীবন জটিল বড়, কোথায় যে সুখ’। এই বাক্যটি কি আপনিও মানেন? এ প্রশ্ন কি আপনারও?
না! আর চিন্তা নেই। কারণ এ প্রশ্নের সহজ উত্তর দেবে টিম ‘রসগোল্লা’। পাভেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর। তার আগে মুক্তি পেল ‘রসগোল্লা অ্যান্থেম’। সুর এবং কথা অনুপম রায়ের। গানটি গেয়েছেন অনুপম এবং অর্ক মুখোপাধ্যায়। এই গানেই রয়েছে অমোঘ ওই প্রশ্নের উত্তর।
চিত্রনাট্য অনুযায়ী, নবীন ময়রা বয়সে কিশোর। শুধু একটাই কাজ সে পারে, মিষ্টি তৈরি করতে। এটাই তার জীবন। কিন্তু মিষ্টি চেহারার এক মেয়ে সামনে এলেই গুলিয়ে যায় সব হিসেব। তার পর?
আরও পড়ুন, প্রকাশ্যে পোস্টার, ‘ধানবাদ ব্লুজ’ কীসের গল্প বলতে চায়?
এই ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান। রয়েছেন নতুন মুখ অবন্তিকাও। ‘রসগোল্লা অ্যান্থেম’-এর কথায় রয়েছে, ‘রসে মাখামাখি এটা বাঙালিদের গান’। সত্যিই কি তাই? সে বিচারের ভার আপনার।
আরও পড়ুন, নতুন কিছু আসছে প্রিয়ঙ্কার জীবনে?
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হেঁশেল ‘উইন্ডোজ’-এ ‘রসগোল্লা’ তৈরি করেছেন পাভেল। দুধ, ছানা, চিনির পাক যে সরেস হয়েছে তা ট্রেলার দেখেই মনে করছেন টলি মহলের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। উজান-অবন্তিকা ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)